রাবিতে ক্লাস হয়নি, পরীক্ষা স্থগিত
পক্ষকাল প্রতিনিধি, রাবি: শীতকালীন ছুটি শেষে ১১ দিন পর সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় চালু হলেও ২০ দলীয় জোটের অবরোধের কারণে কোনো বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াস হোসেন দ্য রিপোর্টকে জানান, শীতকালীন ছুটির কারণে ১ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও ৪ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার পর তা আবারও চালু করা হয়েছে। ২ জানুয়ারি থেকে বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়ের ১৬টি আবাসিক হল ১১ জানুয়ারি সকাল ৯টায় খুলে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের প্রশাসক অধ্যাপক মো. সাইয়েদুজ্জামান দ্য রিপোর্টকে বলেন, ‘সোমবার সকাল ৯টায় বিভাগে গিয়ে মাত্র ৪ জন শিক্ষার্থীকে উপস্থিত দেখে আমি ক্লাস না নিয়েই চলে এসেছি। শিক্ষার্থী আসলে অবরোধের মধ্যেও ক্লাস-পরীক্ষা নেওয়া হবে।’
এ কর্মকর্তা আরও বলেন, ‘অবরোধে নিরাপত্তার অভাবে সকাল থেকে বিশ্ববিদ্যালয় থেকে সকল রুটেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।’