সোমবার, ৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে মিয়ানমারের প্রতি জাতিসংঘ প্রধানের আহ্বান
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে মিয়ানমারের প্রতি জাতিসংঘ প্রধানের আহ্বান
ব্যাংকক, ৩ নভেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক) : জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস রোববার রোহিঙ্গাদের নিরাপদে ফিরে যাওয়া নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন।
মিয়ানমারের কার্যত প্রধান অং সান সুকির সামনেই তিনি এ আহ্বান জানান।
ব্যাংককে দক্ষিণ পূর্ব এশিয়ার নেতৃবৃন্দের এক শীর্ষ সম্মেলনে গুতেরেস রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ সময় অং সান সুকিও সেখানে উপস্থিত ছিলেন।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের প্রেক্ষাপটে ৭ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা পালাতে বাধ্য হয়। তাদের অধিকাংশই প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়। রাখাইনের এ সহিংসতাকে জাতিসংঘ তদন্তকারীরা গণহত্যার সামিল বলে অভিহিত করে।
উল্লেখ্য মিয়ানমার রোহিঙ্গাদের নাগরিকত্বের স্বীকৃতি দেয় না।
গুতেরেস বলেন, শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছা, মর্যাদাপূর্ণ, ও টেকসই প্রর্ত্যাবাসনের অনুকূল পরিবেশ নিশ্চিত করা মিয়ানমারের দায়িত্ব।
গুতেরেসের এই বক্তব্যের সময় ওই কক্ষে সুকি ভাবলেশহীনভাবেই বসেছিলেন।
মাত্র কয়েকশ রোহিঙ্গা এ পর্যন্ত মিয়ানমারে ফেরত পগলেও বাদবাকিরা বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ফিরে গেলে আরো বেশি নির্যাতনের মুখে পড়ার ভয় পাচেছ।