শিরোনাম:
ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

Daily Pokkhokal
সোমবার, ৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি | ব্যাংক-বীমা | ব্রেকিং নিউজ » ব্যাংকে ব্যাংকে অভিযান শিগগিরই
প্রথম পাতা » অর্থনীতি | ব্যাংক-বীমা | ব্রেকিং নিউজ » ব্যাংকে ব্যাংকে অভিযান শিগগিরই
৪৭৫ বার পঠিত
সোমবার, ৪ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যাংকে ব্যাংকে অভিযান শিগগিরই

---
পক্বেষকাল ডেস্ক-রি ব্যাংকের মালিকরা ৯-৬ সুদহার বাস্তবায়নে সরকারকে যে প্রতিশ্রুত দিয়েছিলেন সেটি খতিয়ে দেখতে ব্যাংকগুলোতে সরেজমিন অভিযান শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রথম ধাপে নমুনা ভিত্তিতে ৬ শতাংশ সুদের সরকারি আমানতের সুবিধাভোগী ব্যাংকগুলোর শাখায় অভিযান চালানো হবে। সরকারের প্রতিশ্রুতি রেটে আমানত পেয়েছে, কিন্তু ঋণ বিতরণের ক্ষেত্রে সেই প্রতিশ্রুতি রক্ষা হয়েছে কি না সেটিই যাচাই-বাছাই করে দেখবে পরিদর্শকদল। শিগগিরই এ কার্যক্রম শুরু হবে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে ব্যাংক পরিদর্শন বিভাগ-১ ও ব্যাংক পরিদর্শন বিভাগ-৪-কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘৯-৬ সুদহার বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যাংকগুলোর পক্ষ থেকেই এসেছিল। ফলে এটি বাস্তবায়নে তাদেরই আন্তরিকতা দেখাতে হবে। এটাও ঠিক, ৬ শতাংশ সুদে আমানত না পেলে ৯ শতাংশ সুদে ঋণ বিতরণ কঠিন। এর পরও সরকারি ব্যাংকের পাশাপাশি কয়েকটি বেসরকারি ব্যাংক ৯ শতাংশ সুদ বাস্তবায়ন করেছে বলে আমরা জেনেছি। তবে যারা ৬ শতাংশ সুদে আমানত পেয়ে এখনো ৯ শতাংশ সুদ বাস্তবায়ন করেনি, তাদের বিষয়ে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।’

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসেও দেশের ৪০টি বেসরকারি ব্যাংকের মধ্যে ৩৭টিরও গড় ঋণের সুদহার ৯ শতাংশের ওপরে ছিল। এর মধ্যে ৩০ ব্যাংকেরই গড় ঋণের সুদহার দুই অঙ্কের ঘরে। অনেক ব্যাংকেরই ঋণের সুদহার ১৬ থেকে ২০ শতাংশে উঠেছে। ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ব্যাংকের মালিকরা গত বছর সরকারের কাছ থেকে বেশ কয়েকটি সুবিধা আদায় করেন। এর মধ্যে সরকারি আমানতের ৫০ শতাংশ বেসরকারি ব্যাংকে রাখা, বাণিজ্যিক ব্যাংক কর্তৃক কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত নগদ জমা বা সিআরআর সংরক্ষণের হার কমানো এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে স্বল্পমেয়াদি ধারের নীতিনির্ধারণী ব্যবস্থা রেপোর সুদহার কমানো হয়। এসব সুবিধা নিয়ে গত বছরের জুন মাসে সর্বোচ্চ ৯ শতাংশ সুদে ঋণ বিতরণের ঘোষণা দেন এবং একই বছরের ১ জুলাই থেকে এটি কার্যকর হওয়ার কথা জানানো হয়। নিজেরা প্রতিশ্রুতি দেওয়ার পরও ঋণের সুদহার এক অঙ্কে না নামানোর কারণ হিসেবে বিভিন্ন সময় ব্যাংকের এমডিরা দাবি করে আসছেন যে তাঁরা ৬ শতাংশ সুদে আমানত পাচ্ছেন না। এ বিষয়ে বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের এমডি এম রিয়াজুল করিম কালের কণ্ঠকে বলেন, ‘একটা বিষয় কিন্তু সবার জানা দরকার। আমরা কিন্তু রপ্তানি খাতের চলতি মূলধন তহবিল ৭ শতাংশ সুদেই দিচ্ছি। কৃষিঋণ বিতরণ করছি ৯ শতাংশে, নারী উদ্যোক্তাদের ১০ শতাংশে। এর বাইরেও অনেক গ্রাহককে ৯ শতাংশ সুদে ঋণ দিচ্ছি। তবে শতভাগ করতে আমাদের একটু সময় লাগছে। কারণ আমরা ৬ শতাংশ সুদে আমানত পাচ্ছি না। এমনকি সরকারি আমানতও ৬ শতাংশে পাচ্ছি না। আমরা যদি ৬ শতাংশে আমানত পাই, তবে সব ঋণের সুদই ৯ শতাংশে নিয়ে আসতে পারব।’
জানা যায়, ব্যাংকগুলোর ৬ শতাংশ সুদে সরকারি আমানত পাওয়া নিশ্চিত করার মাধ্যমে ৯ শতাংশ ঋণের সুদ বাস্তবায়নে গত ২০ মে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সরকারি সংস্থাগুলোর বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) তহবিলের আওতায় সরকার থেকে পাওয়া অর্থ এবং সরকারি, আধাসরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব তহবিলের অর্থ সর্বোচ্চ ৬ শতাংশ সুদে ব্যাংকে আমানত রাখতে হবে। এর মধ্যে যেসব ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান গত বছরে ঋণের সুদের হার ৯ শতাংশের মধ্যে নামিয়ে আনতে সক্ষম হয়েছে কেবল ওই সব প্রতিষ্ঠানই এই আমানত পাবে। যারা ঋণের সুদের হার ওই সময়ের মধ্যে ৯ শতাংশের মধ্যে নামিয়ে আনতে ব্যর্থ হয়েছে তারা এই আমানত পাবে না। এরপর ২৩ মে বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করেও একই নির্দেশনা দেওয়া হয়। কিন্তু ৬ শতাংশ সুদের সরকারি আমানত নিয়েও অনেক ব্যাংক ৯ শতাংশ সুদহার বাস্তবায়ন করছে না।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, প্রথম ধাপে নমুনা ভিত্তিতে সরকারি প্রতিষ্ঠানের আমানত রাখা আছে এমন ১২ থেকে ১৬টি ব্যাংকের শাখায় পরিদর্শন করা হবে। এই পরিদর্শনের ফলাফলের ওপর ভিত্তি করে অন্যান্য বেসরকারি ব্যাংকেও পরিদর্শন চালানো হবে। সূত্র-কালের কণ্ঠ



এ পাতার আরও খবর

ফেব্রুয়ারির বেতন দেয়নি ১২২ কারখানা, বোনাস ৭২৩টি ফেব্রুয়ারির বেতন দেয়নি ১২২ কারখানা, বোনাস ৭২৩টি
কর ফাঁকিবাজ আবাসন ব্যবসায়ী বহুরূপী সাহেব আলী কি আইনের উর্ধ্বে কর ফাঁকিবাজ আবাসন ব্যবসায়ী বহুরূপী সাহেব আলী কি আইনের উর্ধ্বে
“” “”"দুদক’র দৃষ্টি আকর্ষণ”"” কর ফাঁকিবাজ আবাসন ব্যবসায়ী বহুরূপী সাহেব আলী কি আইনের উর্ধ্বে?
সিলেটের ভয়ংকর দানব দুই সহোদর দুর্নীতিবাজ স্বরাষ্ট্র মন্ত্রী ও এমপিদের হাজার কোটি টাকা পাচারকারী লন্ডনের রফিকুল ও সিরাজুল  বিশেষ প্রতিনিধিঃ সিলেটের ভয়ংকর দানব দুই সহোদর দুর্নীতিবাজ স্বরাষ্ট্র মন্ত্রী ও এমপিদের হাজার কোটি টাকা পাচারকারী লন্ডনের রফিকুল ও সিরাজুল বিশেষ প্রতিনিধিঃ
বিআই ডব্লিউটিএ’রআওয়ামী দোসর দুর্নীতি মহা দুর্নীতিবাজ কবির  হোসেন এখন নব্য জাতীয়তাবাদি বিআই ডব্লিউটিএ’রআওয়ামী দোসর দুর্নীতি মহা দুর্নীতিবাজ কবির হোসেন এখন নব্য জাতীয়তাবাদি
রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত
ডলারের অস্থিরতার মধ্যেই নগদ টাকার সংকট ডলারের অস্থিরতার মধ্যেই নগদ টাকার সংকট
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা নিতে সচিবদের নির্দেশ -প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা নিতে সচিবদের নির্দেশ -প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র থেকে আসা রেমিট্যান্স নিয়ে সিপিডির সন্দেহ যুক্তরাষ্ট্র থেকে আসা রেমিট্যান্স নিয়ে সিপিডির সন্দেহ
আবারো ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে গেল রিজার্ভ আবারো ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে গেল রিজার্ভ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)