মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » জাবি উপাচার্যের বাস ভবনের সামনে দু’পক্ষের সংঘর্ষ
জাবি উপাচার্যের বাস ভবনের সামনে দু’পক্ষের সংঘর্ষ
পক্জাষকাল ডেস্হাক- ঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে তার বাসভবন অবরোধ করেছে শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। গতকাল সোমবার থেকেই অবরুদ্ধ হয়ে আছেন উপাচার্য। অন্যদিকে আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে সেখানে এসে জড়ো হতে থাকেন উপাচার্যপন্থি শিক্ষক এবং শিক্ষার্থীরা।
দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে উপাচার্যের বাসভবনের সামনে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। দুপক্ষ তর্ক-বিতর্ক থেকে শুরু করে সংঘর্ষেরও ঘটনা ঘটছে। উপাচার্যপন্থি শিক্ষক এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে বাসভবন থেকে বের করে আনতে চাইছেন। এতে বাঁধা দিচ্ছেন বিক্ষোভকারীরা। উপাচার্য অপসারিত না হওয়া পর্যন্ত তাকে বাসভবনে অবরুদ্ধ করে রাখা হবে বলে জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন।
এর আগে, গতকাল সোমবার দিনব্যাপী প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। এরপর সন্ধ্যা ৭টার দিকে পুরোনো প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকের সামনে অবস্থান শুরু করেন ৬০-৭০ জন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থী।