মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » খেলাধুলা | জেলার খবর » শার্শায় বিদেশি খেলোয়াড়দের জমজমাট লড়াইয়ে ইউপি শিরোপা কাপ চ্যাম্পিয়ন উলাশী
শার্শায় বিদেশি খেলোয়াড়দের জমজমাট লড়াইয়ে ইউপি শিরোপা কাপ চ্যাম্পিয়ন উলাশী
আমিনুর রহমান তুহিন,বেনাপোল যশোরঃরেকর্ড পরিমাণ খেলা প্রিয় দর্শকের উপস্থিতিতে শেষ হলো ইউনিয়ন পরিষদ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ ফাইনাল খেলা ৷
যশোরের শার্শা উপজেলাধীন ১১টি ইউনিয়নের মধ্যে এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দীর্ঘ এক মাস যাবৎ অত্র উপজেলার বিভিন্ন খেলার মাঠ প্রাঙ্গনে ইউপি শিরোপা কাপ খেলায় ১৬ দলীয় নক-আউট ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ২০১৯ প্রতিযোগিতা চলে ৷
সর্বশেষে সোমবার ৪ ই নভেম্বর বিকাল তিনটায় শার্শা উপজেলাধিন উলাশী ইউনিয়ন ধলদা গ্রামে তবিবর রহমান সরদার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷
ফাইনাল খেলায় অংশ নেয় উলাশী ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ এবং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ। উলাশী ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এই খেলায় প্রধান অতিথি এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন যশোর ১,শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন।
ফুটবল টুর্ণামেন্টের সব থেকে আকর্ষনীয় দিক হলো প্রতিযোগিতাপূর্ণ এই খেলায় বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ দুটি টিমেই নাইজেরিয়ান ঘানা এবং আইভরিকোস্ট ও ঢাকার প্রসিদ্ধ ক্লাবগুলোর খেলোয়ারদের আগমনে ফাইনাল খেলাটি উৎসবমুখর হয়ে ওঠে ৷
অত্র উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা প্রিয় মানুষ আজ সকাল থেকেই ওই মাঠ প্রাঙ্গনে জড়ো হতে থাকে পুরুষ মহিলা সহ প্রায় ২০ থেকে ২৫ হাজার দর্শকের সমাগম ঘটে এই খেলায় ৷ টানটান উত্তেজনাপূর্ণ এই খেলায় প্রথমার্ধে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ এর জুলুর দেয়া ১-o গোলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে ৩৯ মিনিটের মাথায় সমতা আসে ৷
উলাশীর বেস্তা ( নাইজেরিয়ান) এর দেয়া গোলে এবং পরে দ্বিতীয়ার্ধে নাইজেরিয়ান খেলোয়াড় জেরির দেয়া গোলে উলাশীর পক্ষে আরও একটি গোল হওয়াই ২-১ গোলে এগিয়ে যায়৷
উলাশী ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ও বাগআঁচড়া ইউপি পরিষদ ফুটবল একাদশের নাইজেরিয়ার, আইভরিকোস্টেরও ঘানার প্রায় ১৫জন বিদেশি খেলোয়াড় গণ এই খেলায় অংশগ্রহণ করেন৷
ফাইনাল খেলার প্রধান রেফারির ভূমিকায় ছিলেন কবির হোসেন সহ রেফারি বশির আহমেদ এবং সাইফুল ইসলাম ৷ খেলার ম্যান অফ দ্যা ম্যাচ হন জুলু এবং ম্যান অব দ্যা সিরিজ জেরি ,খেলা শেষে দুটি টিম কে ফ্রিজ এবং প্রত্যেক খেলোয়াড়দের মাঝে সান্তনা মূলক উপহার প্রদান করে পুরস্কৃত করা হয় ৷
.ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ,উপজেলা নির্বাহি কর্মকর্তা পুলক কুমার মন্ডল ,শার্শা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যশোর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলাহ অলক সরদার, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সালেহ আহমেদ মিন্টু,নাভারন সার্কেল পুলিশের এএসপি জুয়েল ইমরান ,শার্শা থানার ওসি আতাউর রহমান বেনাপোল ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন,শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেল. সহ অত্র উপজেলার আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ।
দর্শক সমাগম বেশি হওয়ায় স্কুলের পুরাতন টিনশেডের উপরে কিছু দর্শক খেলা দেখার সময় টিনশেড নিয়ে ভেঙ্গে পড়ে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পাঁচ মিনিটের মতো খেলা বন্ধ থাকে৷ পরে প্রশাসনের তৎপরতায় ও ইউপি চেয়ারম্যানদের সহযোগিতায় পরিস্থিতি সহনীয় করে খেলাটি পুনরায় শুরু করা হয়।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণে সার্বিক সকল বিষয়ে সহযোগিতা এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলাশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক এবং সহযোগিতায় ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল৷
জহুরা ক্লিনিক বাগআঁচড়ার সৌজন্যে ম্যান অফ দ্যা ম্যাচ এবং ম্যান অব দ্যা সিরিজ এর পুরস্কার বিতরণ করা হয় ৷