বুধবার, ৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর » গাজীপুরের কাপাসিয়ায় জে, এস, সি, ও ভোকেশনাল পরীক্ষায় অনিয়মের দায়ে ৩ শিক্ষকের অর্থদন্ড ৩ শিক্ষককে শোকজ
গাজীপুরের কাপাসিয়ায় জে, এস, সি, ও ভোকেশনাল পরীক্ষায় অনিয়মের দায়ে ৩ শিক্ষকের অর্থদন্ড ৩ শিক্ষককে শোকজ
তৈয়বুর রহমান (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়ায় জে,এস,সি, ইংরেজী পরীক্ষায় অনিয়মের দায়ে ৩ শিক্ষকের অর্থদন্ড ও ৩ তিন শিক্ষককে শোকজ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত অারা। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ওয়াসিউজ্জামান চৌধুরী। গতকাল সোমবার সকালে উপজেলার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোর কেন্দ্রে ইংরেজী পরীক্ষায় অনিয়মের অভিযোগের দায়ে ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোরের সহকারী শিক্ষক মো. ফাতাহার হোসেন কে ৫০ হাজার টাকা, বারাব বাকিরা কারিগরি বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাছির মৃধাকে ৫০ হাজার টাকা ও লোহাদী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অাঃ কাদিরকে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোরের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শহীদুল্রাহ অামজাদ, কোহিনুর হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও হল সুপার সাইফুল ইসলাম এবং বারাব বাকির কারিগরি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হল সুপার ( ভাকেশনাল) রায়হান উদ্দিনকে শোকজ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত অারা জানান, ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোর কেন্দ্রে জে এস সি ও ভোকেশনাল ইংরেজী পরীক্ষায় বিভিন্ন অনিয়ম অভিযোগের দায়ে শিক্ষকদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। কোন পরীক্ষা কেন্দ্রে কোন রকম অনিয়ম হলে কাউকেই ছাড় দেয়া হবে না।
তৈয়বুর রহমান
০১৬১৩১৩১৩১৫