বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » আজ মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০২তম বার্ষিকী
আজ মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০২তম বার্ষিকী
৭ নভেম্বর ২০১৯, মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০২তম বার্ষিকী। ১৯১৭ সালের ৭ নভেম্বর কমরেড লেনিনের নেতৃত্বে ও বলশেভিক পার্টির পরিচালনায় রাশিয়ার বিপ্লবী শ্রমিকশ্রেণি এবং নিপীড়িত জনগণ দুনিয়ার প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্টা করেছিলো। ১৯১৭ সালের ফেব্রুয়ারি মাসে বুর্জোয়া বিপ্লবের মাধ্যমে জারতন্ত্র উচ্ছেদ হওয়ার পর ঐতিহাসিক এপ্রিল থিসিসের মাধ্যমে কমরেড লেনিন নির্ধারণ করেছিলেন সমাজতান্ত্রিক বিপ্লবের রাজনৈতিক লক্ষ্য। আন্দোলনের সংস্থা হিসেবে গড়ে ওঠা ‘সোভিয়েত’-এর হাতে সকল ক্ষমতা হস্তান্তরের দাবি নিয়ে ৭ নভেম্বর বিপ্লবের প্রাণকেন্দ্র পেত্রোগাদে সংঘটিত হয়েছিলো অভূতপূর্ব গণ-অভ্যুত্থান। পতন ঘটেছিলো কেরেনেস্কির নেতৃত্বাধীন অস্থায়ী বুর্জোয়া সরকারের। লেনিনের দূরদর্শী নেতৃত্বে বিজয়ী সমাজতান্ত্রিক বিপ্লব বিশ্বের প্রথম শ্রমিকরাষ্ট্র প্রতিষ্ঠার যুগান্তকারী বার্তা ঘোষণা করেছিলো।