শনিবার, ৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » অযোধ্যার বিতর্কিত জমিতে হবে রামমন্দির, মসজিদ হবে বিকল্প জায়গায়: সুপ্রিম কোর্টে
অযোধ্যার বিতর্কিত জমিতে হবে রামমন্দির, মসজিদ হবে বিকল্প জায়গায়: সুপ্রিম কোর্টে
পক্ষকাল ডেস্ক সংবাদ-
সুপ্রিম কোর্টে শুরু অযোধ্যা মামলার রায়। রায় দান করছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। প্রধান বিচারপতি ছাড়াও বেঞ্চে রয়েছেন বিচারপতি এসএ বোবদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং এস আব্দুল নাজির। ইতিমধ্যেই আদালতে পৌঁছে গিয়েছেন প্রধান বিচারপতি।
শীর্ষ আদালতের এক নম্বর ঘরে রায় চলছে। ১০টা ১৫ মিনিটে সেই ঘর খুলে দেওয়া হয়। তার পর বিচারপতিরা সেই ঘরে প্রবেশ করেন। এর পর রায়ের কপিতে সই করে রায় পড়তে শুরু করেন প্রধান বিচারপতি।
শিয়া ওয়াকফ বোর্ডের আর্জি খারিজ করেছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে নির্মোহী আখড়ার আর্জিও খারিজ বিচারপতিদের।
লাইভ আপডেট
বিকল্প জমি পাবে মুসলিমরা
ভিতরের এবং বাইরের জমি তুলে দেওয়া হবে ওই ট্রাস্টের হাতে
কেন্দ্রকে বোর্ড অব ট্রাস্ট গঠনের জন্য তিন মাস সময়
শর্তসাপেক্ষে মূল বিতর্কিত জমি পাবে হিন্দুরা
সুন্নি ওয়াকফ বোর্ডঅধিকার দাবি করতে পারে না
আইনি ভিত্তিতেই জমির মালিকানা স্থির করা উচিত: সুপ্রিম কোর্ট
বিশ্বাসের উপর দাঁড়িয়ে জমির মালিকানা ঠিক করা সম্ভব নয়
তবে কাঠামো থেকেই কোনও দাবি করা যায় না
হিন্দুরা বিশ্বাস করেন এখানেই রামের জন্মভূমি ছিল
কারও বিশ্বাস যেন অন্যের অধিকার না হরণ করে: রঞ্জন গগৈ
তবেএএসআই এ কথা বলেনি, যে তার নীচে মন্দিরই ছিল
আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ারখননের ফলে যে সব জিনিসপত্র পাওয়া গিয়েছে, তাতে স্পষ্ট, সেগুলি নন ইসলামিক
এলাহাবাদ হাইকোর্টের রায় যুক্তিযুক্ত ছিল
মসজিদের নীচে কাঠামো ছিল
ফাঁকা জায়গায় তৈরি হয়নি বাবরি মসজিদ, বললেন প্রধান বিচারপতি
নির্মোহী আখড়ার দাবিও খারিজ করল সুপ্রিম কোর্ট
কবে মসজিদ তৈরি হয়েছিল, সেটা গুরুত্বপূর্ণ নয়, রায়ে বললেন প্রধান বিচারপতি
বাবরের সহযোগী মির বাকি মসজিদ তৈরি করেছিলেন, বললেন প্রধান বিচারপতি
সর্বসম্মতিক্রমে খারিজ শিয়া ওয়াকফ বোর্ডের আর্জি
শিয়া ওয়াকফ বোর্ডের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের
১০:৩০ রায় পড়তে শুরু করলেন প্রধান বিচারপতি
১০.৩০ রায়ের কপিতে সই করলেন বিচারপতিরা
সিল করা খামে রায়ের কপি এল এক নম্বর ঘরে
সব পক্ষের প্রতিনিধি এবং আইনজীবীদের ভিড়ে ঠাসা এক নম্বর ঘর
১০:২০ এক নম্বর ঘরে ঢুকলেন বিচারপতিরা
১০.১৫: খুলে দেওয়া হল এক নম্বর ঘর
রায় দান হবে সুপ্রিম কোর্টের ১ নম্বর ঘরে
শীর্ষ আদালতে রায়দানেরপ্রস্তুতি শুরু
সকাল ১০টা: সুপ্রিম কোর্টে পৌঁঁছলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ
ইন্টেলিজেন্স ব্য়ুরো (আইবি)-র প্রধান অরবিন্দ কুমার-সহ শীর্ষ গোয়েন্দা ও নিরাপত্তা আধিকারিকরাও উপস্থিত বৈঠকে
বৈঠকে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল
নিজের বাসভভনে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
কোনও রকম গুজবে কান দেবেন না, আর্জি উত্তরপ্রদেশ পুলিশের
শান্তি বজায় রাখুন, রায় যাই হোক, জয়-পরাজয়ের কোনও বিষয় নেই, রায়ের আগেই আর্জি জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
সব সম্প্রদায়ের প্রতিনিধিরা শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন
গত ৬ অগস্ট থেকে কোনও বিরতি ছাড়া টানা শুনানি চলেছে অযোধ্যা মামলার। তার পর ১৬ অক্টোবর রায়দান সংরক্ষিত রেখেছিল শীর্ষ আদালত। অবশেষে শুক্রবার আচমকাই সুপ্রিম কোর্ট জানায়, আজ শনিবার রায়দানের কথা। তার আগে নিজের চেম্বারে ডেকে উত্তরপ্রদেশের মুখ্যসচিব এবং ডিজির সঙ্গে কথা বলেন প্রধান বিচারপতি।
গামী ১৭ নভেম্বর দেশের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিচ্ছেন রঞ্জন গগৈ। তিনি আগেই জানিয়েছিলেন, অবসর নেওয়ার আগেই তিনি অযোধ্যার বিতর্কিত জমি মামলার রায় দিয়ে যেতে চান। সেই অনুযায়ী তাঁর নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চে প্রতিদিন শুনানি হয়েছে। গত ১৬ অক্টোবর এই মামলার শুনানির পর রায় সংরক্ষিত রাখেন প্রধান বিচারপতি।