সোমবার, ১১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » বুলবুলের পর স্বাভাবিক হতে শুরু করেছে নৌ পথের কার্যক্রম
বুলবুলের পর স্বাভাবিক হতে শুরু করেছে নৌ পথের কার্যক্রম
পক্ষকাল সংবাদ-
বুলবুলের পর স্বাভাবিক হতে শুরু করেছে দেশের সব নৌ পথের কার্যক্রম। ঘূর্ণিঝড় বুলবুলের পর প্রায় দুই দিন বন্ধ থাকার পর চালু হয়েছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সতর্কতা হিসেবে শনিবার (০৯ নভেম্বর) দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ করা হয়। রোববার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে, সীমিত আকারে ফেরি চলাচল শুরু হলেও, কিছুক্ষণ পর আবারও তা বন্ধ করে দেয়া হয়। পরে দুপুরের দিকে আবার রুটটিতে ফেরি চলাচল শুরু হয়। এতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে পারাপার পরিস্থিতি। তবে বন্ধ ছিল লঞ্চ ও স্পিডবোট চলাচল।
তবে সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে চালু হয়েছে লঞ্চ চলাচলও। শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও দৌলতদিয়া-শিমুলিয়া দুই রুটেই এখন লঞ্চ চলাচলে আর কোন বাঁধা নেই। এদিকে ঢাকা-বরিশাল, ঢাকা-চাঁদপুর রুটেও আজ থেকে লঞ্চ চলাচলা করতে পারবে।