শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
সোমবার, ১১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » » ইডেন কলেজের কোপ খাওয়া নেত্রীর বোমা ফাটানো ষ্ট্যাটাস
প্রথম পাতা » » ইডেন কলেজের কোপ খাওয়া নেত্রীর বোমা ফাটানো ষ্ট্যাটাস
৭৮৬ বার পঠিত
সোমবার, ১১ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইডেন কলেজের কোপ খাওয়া নেত্রীর বোমা ফাটানো ষ্ট্যাটাস

ইডেন কলেজে এক ঝাক ডেট অভার চাঁদাবাজ ছাত্রীদের নিয়ে ভূক্তভোগী রেগুলার ছাত্রী নাবিলা খন্দকার ইতি’র এই বক্তব্যটি  যেন ছাত্রলীগের সর্বোচ্চ ফোরাম আমলে নেন এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।


নীচে নাবিলার বক্তব্যঃ---


কেনো আজ ছাত্রলীগের নেত্রী কোপ খায়—


ইডেন কলেজ ছাত্রলীগ এবং ঢাকা কলেজ ছাত্রলীগকে ধ্বংশ করতেই সোহাগ -জাকির ভাই ৩ মাস মেয়াদী বিশাল আকারের আহবায়ক কমিটি দেন।ইডেন কলেজ ছাত্রলীগের আহবায়ক এবং যুগ্ম-আহবায়ক দের মধ্যে হাতেগোনা ৩/৪ জন বাদে বাকীরা সব অনুপ্রবেশকারী এবং জামাত বিএনপি পরিবার এর মেয়ে।আর সোহাগ -জাকির ভাইয়েরাই ছাত্রলীগে সবচেয়ে বেশি অনুপ্রবেশকারী ঢুকিয়েছেন সারা দেশে,যা সবার ই জানা।


৩ মাস মেয়াদী আহবায়ক কমিটি ৩ বছর অবৈধভাবে ক্যাম্পাসে হল বানিজ্য,ভর্তি পরীক্ষা, চাকুরীর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ এমন কোনো অপরাধ নেই যা তারা করেন নি।কমিটির আগে যে আপুরা ৩ বেলা ঠিকমত খেতে পারতেন না,তারা পদ পাবার পরে হয়ে যান কোটিপতি।


যাদের বাবা নিতান্তই গরীব তারা ও এলাকায় বিলাসবহুল বাড়ী বানান।ঢাকা শহরে তাদের বাড়ী,গাড়ী,ফ্লাট বিলাসবহুল জীবনযাপন। কমিটির পূর্বে এদের ছবি দেখবেন আর পরের ছবি দেখবেন তাহলেই বুজতে পারবেন ছকিনারা পার্লার এর মাধ্যমে জরিনা সুন্দরী। আইফোন,দামী ড্রেস,বার্থ ডে পার্টি বিশাল ব্যাপারস্যাপার।


যাহোক আমাদের রানিং নেতা-কর্মীদের তীব্র দাবীর প্রেক্ষিতে ৪ মাস আগে শোভন-রাব্বানী ভাই সম্মেলন দেন।সম্মেলন এর মাধ্যমে সবাই সাবেক। যদি ও এখনো আমাদের কমিটি হয়নি।সাবেক হবার পরে ও আমাদের বুড়ি আপুরা যাদের ছাত্রত্ব নেই,বিয়ের বয়স পার হয়ে গেছে,কেউ কেউ অবশ্য ২/৩ বার ডিভোর্সের অধিকারীনী তারা তাদের লোভ কে সংযত করতে না পেরে এখনো কলেজের হলে সিট বানিজ্য চালিয়ে যাচ্ছেন।


এই বয়স উত্তীর্ন মেয়াদ উত্তীর্ন ডেট ওভার আপুরা এখনো ইডেন কলেজ কে তাদের পৈত্রিক সম্পত্তি মনে করে ১৫-২৫ হাজার টাকার বিনিময়ে হলে মেয়ে উঠাবেন।উঠানোর পরে আবার প্রতিমাসে ২-৩ হাজার করে টাকা নিবেন। এদের এক এক জনের সব হলে ৩০-৩৫ টি রুম রয়েছে,প্রতিটি রুমে তারা ১৫-২০ জন করে মেয়ে উঠাবে তার মধ্যে বহিরাগত ও উঠায়।এ নিয়ে জাতীয় দৈনিক পত্রিকায় বারবার রিপোর্ট হয়ে ও লাভ হয়নি।


এদের হাতে হরহামেশা সাধারন ছাত্রীরা নির্যাতিত হচ্ছেন,এমনি আমরা ছাত্রলীগের জুনিয়র রা ও।এ যেনো এক মগের মুল্লুক। তারা যা ইচ্ছে তাই করবে।


হলে সিট বানিজ্য এবং বহিরাগতদের বিরুদ্ধে প্রতিবাদ করায় কোপ খেতে হয়েছে তামান্না আপুকে।আসলে ওদের শরীরে বিএনপি জামাতের রক্ত না থাকলে কোনোদিন ও একজন ছাত্রলীগের নেত্রী কে এভাবে নির্মমভাবে কোপাতে পারেনা।


আমাদের শেষ আশ্রয়স্থল দেশরত্ন শেখ হাসিনা আপার কাছে আকুল প্রার্থনা ওরা কোটিপতি হয়েছে কিভাবে তা দুদকের মাধ্যমে বের করে ওই সব অনুপ্রবেশকারী নব্য ছাত্রলীগের সদ্য সাবেক পদধারীদের কঠিন শাস্থি দিয়ে আপনার দূর্নীতি বিরোধী অভিযান কে ত্বরান্বিত করুন। ওদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিয়ে,নিয়মিত ছাত্রীরা যাতে নির্বিঘ্নে ইডেন কলেজ ক্যাম্পাসে রাজনীতি করতে পারে তার সুব্যবস্থা করুন।


জয় ভাই-লেখক দাদা, আপা আপনাদের দায়িত্ব দিয়েছেন ছাত্রলীগের সুনাম ফিরিয়ে আনার জন্য।আপনারা কঠিনভাবে এসব ছাত্রত্বহীন ডেট ওভার আবর্জনা গুলো চিরতরে ইডেন কলেজ ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষনা করে,নিয়মিত ছাত্রীদের দিয়ে সুশৃঙ্খলভাবে ইডেন কলেজ ছাত্রলীগ কে পরিচালিত করে হারানো গৌরব ফিরিয়ে আনুন।


মাননীয় নেত্রী প্রিয় আপা,আপনি ইডেন কলেজের নির্বাচিত ভিপি ছিলেন।কতিপয় অনুপ্রবেশকারী জামাত বিএনপি পরিবার এর নামধারী ছাত্রলীগ নেত্রীদের অপকর্মে আপনার সকল সাফল্য,সরকার এর সকল অর্জন কে ম্লান হতে দিবেন না,ছাত্রলীগের সুনাম নষ্ট হতে দিবেন না বলে আমরা বিশ্বাস করি।আপনি আমাদের আশার বাতিঘর,আপনি ই আমাদের শেষ আশ্রয়স্থল। ওই সব স্বার্থপর লোভীদের কঠিন শাস্তির আওতায় এনে ইডেন কলেজ ছাত্রলীগ কে কলঙ্কমুক্ত করুন প্লিজ আপা প্লিজ।



এ পাতার আরও খবর

নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি
রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত
পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক
মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে  তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত
কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য
মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট
ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে
চীনের  গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন চীনের গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন
রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)