মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » ৩৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২৮ জানুয়ারি
৩৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২৮ জানুয়ারি
পক্ষকাল প্রতিবেদক: ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সাধারণ ক্যাডার প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু আগামী ২৮ জানুয়ারি।
সোমবার (১২ জানুয়ারি) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে আগারগাঁওয়ে অবস্থিত পিএসসি অফিসে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে নেওয়া হবে মৌখিক পরীক্ষা। পিএসসির ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত দিনে উপস্থিত হতে হবে।
২০১৩ সালের ১৮ ডিসেম্বর ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হয় ৯ হাজার ৮২২ জন।
ওই বছরের ২৪ থেকে ৩১ মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় প্রার্থী ছিল ৪৬ হাজার ৫৩০ জন। এরপর ৪ থেকে ২৫ মে অনুষ্ঠিত হয় বিষয়ভিত্তিক পরীক্ষা।
বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২ পদে নিয়োগের জন্য ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি এ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
গত বছরের মে মাসে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন এক লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী।
কোটা জটিলতায় দুই দফায় প্রকাশ করা হয় ৩৪তম বিসিএস প্রিলিমিনারির ফল।
প্রথম দফায় গত বছরের ৮ জুলাই কোটার ভিত্তিতে প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন।
কিন্তু প্রকাশিত ফলে মেধাবীদের অনেকেই বাদ পড়েছেন অভিযোগ তুলে আন্দোলন শুরু হলে ১৪ জুলাই পুনর্মূল্যায়িত ফল প্রকাশ করা হয়, যাতে ৪৬ হাজার ২৫০ জন উত্তীর্ণ হন।
পুনর্মূল্যায়িত ফলে আদিবাসীরা বাদ পড়ে বলে অভিযোগ উঠে। আগের ফলে উত্তীর্ণ হলেও সংশোধিত ফলে ২৮০ আদিবাসী পরীক্ষার্থীর নাম ছিল না।
১৬ ফেব্রুয়ারি তাদেরও যোগ করে প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়, যাতে লিখিত পরীক্ষায় মোট প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৪৬ হাজার ৫৩০ জন।
২ ফুট ৮ ইঞ্চি বা ৩২ ইঞ্চি উচ্চতার স্বামীর সঙ্গে অসাধারণ যৌনজীবন উপভোগ করেন তাঁর স্বাভাবিক উচ্চতার স্ত্রী মিন্ডি নিস। অ্যারিজোনার বাসিন্দা মিন্ডি নিস, সিন স্টিফেনসনের সঙ্গে প্রথম দেখা হয়েছিল এক বন্ধুর মাধ্যমে ২০০৯ সালে। তারপর ২০১২ সালে বিয়ে করে ছোট্ট প্রেমিকের টানে শিকাগো চলে যান মিন্ডি। গত তিন বছরে স্বাভাবিক এবং অন্য অনেকের চেয়ে ভালো যৌনজীবন উপভোগ করছেন এই দম্পতি, এমনই দাবি মিন্ডির।
দু ফুট আট ইঞ্চি উচ্চতার সিন স্টিফেনসন জন্মেই ছিলেন অস্টিওজেনেসিস ইমপারফেক্টা নামক রোগে আক্রান্ত হয়। এটা মূলত, এক ধরনের হাড়ের অসুখ, যার ফলে মানুষ দৈর্ঘ্যে বাড়ে না। এমন মানুষের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে সমস্যা হয়, কিন্তু সম্ভব নয় এমন নয়, দাবি মিন্ডির। - See more at: http://www.kalerkantho.com/online/miscellaneous/2015/01/12/174316#sthash.NU0kd1V2.dpuf
২ ফুট ৮ ইঞ্চি বা ৩২ ইঞ্চি উচ্চতার স্বামীর সঙ্গে অসাধারণ যৌনজীবন উপভোগ করেন তাঁর স্বাভাবিক উচ্চতার স্ত্রী মিন্ডি নিস। অ্যারিজোনার বাসিন্দা মিন্ডি নিস, সিন স্টিফেনসনের সঙ্গে প্রথম দেখা হয়েছিল এক বন্ধুর মাধ্যমে ২০০৯ সালে। তারপর ২০১২ সালে বিয়ে করে ছোট্ট প্রেমিকের টানে শিকাগো চলে যান মিন্ডি। গত তিন বছরে স্বাভাবিক এবং অন্য অনেকের চেয়ে ভালো যৌনজীবন উপভোগ করছেন এই দম্পতি, এমনই দাবি মিন্ডির।
দু ফুট আট ইঞ্চি উচ্চতার সিন স্টিফেনসন জন্মেই ছিলেন অস্টিওজেনেসিস ইমপারফেক্টা নামক রোগে আক্রান্ত হয়। এটা মূলত, এক ধরনের হাড়ের অসুখ, যার ফলে মানুষ দৈর্ঘ্যে বাড়ে না। এমন মানুষের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে সমস্যা হয়, কিন্তু সম্ভব নয় এমন নয়, দাবি মিন্ডির। - See more at: http://www.kalerkantho.com/online/miscellaneous/2015/01/12/174316#sthash.NU0kd1V2.dpuf
২ ফুট ৮ ইঞ্চি বা ৩২ ইঞ্চি উচ্চতার স্বামীর সঙ্গে অসাধারণ যৌনজীবন উপভোগ করেন তাঁর স্বাভাবিক উচ্চতার স্ত্রী মিন্ডি নিস। অ্যারিজোনার বাসিন্দা মিন্ডি নিস, সিন স্টিফেনসনের সঙ্গে প্রথম দেখা হয়েছিল এক বন্ধুর মাধ্যমে ২০০৯ সালে। তারপর ২০১২ সালে বিয়ে করে ছোট্ট প্রেমিকের টানে শিকাগো চলে যান মিন্ডি। গত তিন বছরে স্বাভাবিক এবং অন্য অনেকের চেয়ে ভালো যৌনজীবন উপভোগ করছেন এই দম্পতি, এমনই দাবি মিন্ডির।
দু ফুট আট ইঞ্চি উচ্চতার সিন স্টিফেনসন জন্মেই ছিলেন অস্টিওজেনেসিস ইমপারফেক্টা নামক রোগে আক্রান্ত হয়। এটা মূলত, এক ধরনের হাড়ের অসুখ, যার ফলে মানুষ দৈর্ঘ্যে বাড়ে না। এমন মানুষের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে সমস্যা হয়, কিন্তু সম্ভব নয় এমন নয়, দাবি মিন্ডির। - See more at: http://www.kalerkantho.com/online/miscellaneous/2015/01/12/174316#sthash.NU0kd1V2.dpuf