শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
সোমবার, ১১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » ব্যক্তি নয় দল বড়, আদর্শিক সংগঠন গড়তেই সম্মিলিত উদ্ধোগেই সম্মেলন -নির্মল রঞ্জন গুহ
প্রথম পাতা » রাজনীতি » ব্যক্তি নয় দল বড়, আদর্শিক সংগঠন গড়তেই সম্মিলিত উদ্ধোগেই সম্মেলন -নির্মল রঞ্জন গুহ
৬৫৩ বার পঠিত
সোমবার, ১১ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যক্তি নয় দল বড়, আদর্শিক সংগঠন গড়তেই সম্মিলিত উদ্ধোগেই সম্মেলন -নির্মল রঞ্জন গুহ

 ব্যক্তি নয় দল বড়, আদর্শিক সংগঠন গড়তেই সম্মিলিত উদ্ধোগেই সম্মেলন -নির্মল রঞ্জন গুহ

---

পক্ষকাল সংবাদ- সারা দেশে যখন ক্যাসিনো কান্ডের পাতা ফাঁদে কে আটকিয়ে গিয়ে রাজনীতির মাঠ উতপ্ত হয়ে উঠল - তখন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে প্রকশ হতে থাকলে নানান ধরেনের অভিযোগ। সরকারের ভাবমুর্তিতে চরম আঘাত হানল ঠিক তখন বাংলাদেশ আওয়ামী লীগের হাই কমান্ড থেকে জারি হোল সহযোগী সংগঠনের সম্মেলন দিন ক্ষন কখন ঘোষণা করা হোলঃ সম্রাট কে কেন্দ্র করে যখন সব লন্ডভন্ড হয়ে গেল রাঘব বোয়ালদের সাজানো বাগান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুদ্ধি অভিযান করতে গিয়ে দেখলেন এরা কেচো না বিষধর সাপ সংখ্যায় এরা অগনিত বিশেষ করে সরকারের চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসাবে সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও শীর্ষ যুবলীগসহ স্বেচ্ছাসেবক লীগের তিনজন নেতাকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাংগঠনিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও কয়েকজন নেতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে আছেন বলেও জানা গেছে। আবার কয়েকজন আত্মগোপনে রয়েছেন। ঠিক এমন এক পরিস্থিতিকে মোকাবেলা করে আগামী ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের এই কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে এর আগে ১১ ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে সংগঠনটির ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সম্মেলন। ১৯৯৪ সালের ২৭ জুলাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গঠন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব দিয়েছিলেন বাহাউদ্দিন নাসিমের হাতে বর্তমানে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ সংগঠনের সম্মেলন কাউন্সিলকে কেন্দ্র করে পক্ষকাল কে দেওয়া সাক্ষাতকারে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কেন্দ্রীয় সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ তার সাথে আলাপচারিতায় সম্মেলন প্রস্তুতি পর্ব চলামান রাজনীতি নিয়ে শফিক কাজল এর ভিন্নধর্মী সংবাদ চলুন এখন জেনে নেওয়া যাক কি বললেন জাতীয় সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ। শফিক কাজল - আগামী ১৬ নভেম্বরে দল থেকে শুদ্ধি অভিযানের ভিতরে হঠাত সম্মেলনের তারিখ নির্ধারিত করা হোল, প্রশ্ন করতেইপারি পুর্ব নির্ধারিত তারিখ কি আগেই ছিল কিনা, বা পুর্ব পরিকল্পনার এটা অংশ কিনা? নির্মল রঞ্জন গুহদেখুন দীর্ঘদিন ধরেই সহযোগী সংগঠন গুলির কোন সম্মেলন হচ্ছিল না .২০১২ থেকে আজ ২০১৯ সাল এর মধ্যে সেচ্ছাসেবক লীগের কোন সম্মেলন হয়নি।সম্মেলনের তারিখ পুর্বনির্ধারিত কিনা আমি বলেতে পারিনা এটা সম্পুর্ন নীতি নির্ধারকের ব্যাপার।আমাদের অভিভাক সংগঠন আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ যারা ভাল জানেন। যে কন সংগঠনেকে গতিশীল রাখতে হলে তার ধারাবিহিকতা থাকা লাগে সচল রাখতে হলে গতিশীল রাখতে হলে সম্মেলন খুব জরুরী সেচ্ছাসেবক লিগ তার স্বাভাবিক গতি হারিয়ে ফেলেছিল বুঝেই আমাদের সংগঠন স্বেচ্ছাসেবক লীগ এর এই সম্মেলন এবং নুতন নেতৃত্ব খুজে বের করে দল কে তার স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনার জন্যই আজকের এই সম্মেলনের আয়োজন আমি মনে করি ,আমরা সংগঠন করি আমরা অবশ্যই মহা খুশি আমাদের সংগঠনের সম্মেলনকে ঘিরেআর উউছাসিত বটেই। শফিক কাজল-আপনি কি পুর্বে ধারনা করেছিলেন কেদ্রীয় সম্মেলনের মত গুরুতবপুর্ন কাজটির প্রধান দায়িত্বে আপনাকে পালন করতে হবে। -নির্মল রঞ্জন গুহ-আমি স্বেচ্ছাসেবক লীগের ঢাকা জেলার কনভেনার ছিলাম ,কেদ্রিয় সদস্য ছিলাম পরবর্তিতে কেদ্রিয় সহ-সভাপতি ছিলাম ,আবারও বর্তমান কেদ্রিয় কমিটির সিনিয়র নং সহ সভাপতি হিসাবে এখন দায়িত্ব পালন করছি। আমি রাজনীতি করি ,আমার রাজনীতির অভিজ্ঞতা বলেন ,রাজনীতির অতিত বলে সব মিলিয়ে আমি সংগঠনের প্রধান দায়িত্বে আসব দায়িত্ব পালন করব ,আমার দলের কাছে নিজের প্রত্যাশার জায়গাটা তো আছেই এবং থাকবেই এটায় স্বাভাবিক। দেখুন আমি সিনিয়র সহ সভাপতির থাকা কালেই একাধিক বার দলের সভাপতির অনুপস্থিতির কারনে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছি খুবই দক্ষতা সফলতার সাথে যযেমন বলা যেতে পারে নেত্রীর জন্ম দিন পালন বলেন ,সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী বলেন, আবার রোহিঙ্গারা যখন দেশে আসলো সেই সময় তাদের জন্য ত্রান কার্যক্রম অংশগ্রহন করা অর্থ সংগ্রহ করা সহ সংগঠন কে স্বেচ্ছা শ্রমের ভিতর দিয়ে মানুষের পাশে নিজে সহ অন্যান্য নেতা কর্মিদের সাথে নিয়ে গিয়ে ত্রান বিতরন  করা ,কাজ গুলি আমি দক্ষতার সাথে সম্পন্ন করতে পেরেছি। আর একটা বিষয় স্বেছাসেবক লীগের সভপতি যখন দেশের বাইরে থাকেন বা না থাকে তখন আমি দলের সভাপতির দায়িত্ব  পালন করব এটায় সংগঠনের নিয়ম ,সেচ্ছাসেবক লীগ যখন সংগঠনের সম্মলনের তারিখ নির্ধারন করেছে তার পর একটা জরুরি সভা আহবান করা হয় সেই জরুরি সভায় সকলের সম্মিলিত সিদ্ধান্তে নিয়েই আমাকে সম্মেলন সফল করার জন্য সম্মেলন প্রস্তুতি সভায় আহবায়ক করা হয় ,বলে রাখা ভাল সম্মেলনের এই প্রস্তুতি সভা অব্যহতিপ্রাপ্ত সভাপতি/সা সম্পাদকের বিদায়ের পুর্বেই আমাকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি মনে করি পুর্ব নির্ধারিত্ না হলেও সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শফিক কাজল-আপনি সম্মেলন করার দায়িত্ব পাবার পর এত দ্রুত সারা দেশব্যাপী কিভাবে নেতা কর্মীদের সম্মেলনে অংশগ্রহন করাবেন বা সম্মেলন কে সফল করার জন্য কি কি প্রস্তুতি গ্রহন করেছেন। নির্মল রঞ্জন গুহ-দেখুন আমাদের সকল সহযোগী সংগঠন একাধিক নেতা আছেন যারা সভাপতি সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করার যোগ্যতা রাখে আওয়ামী লীগ বাংলাদেশে সর্ব বৃহৎ সংগঠন , সারাদেশব্যাপি নেতা কর্মিরা দলের জন্য কাজ করে। ঠিক তেমনি স্বেচ্ছা সেবক লীগ সারা দেশে তাদের সংগঠন কে সাংগঠনিক রুপে গড়ে তুলেছে, এই কথাটা যেমন সত্য অব্যহতি প্রাপ্ত সভাপতি/সাধারন সম্পাদক দুই জনাই কাজ করছে না, তারপরও যেই কথাটি সবার মাথায় থাকা দরকার সংগঠনে ব্যক্তির চেয়ে দল বড় আর সংগঠন চলে দলীয় কাঠামো বা তার নিজের সেট আ্পে ব্যক্তি এখানে বড় বিষয় না আমাদের একটা টিম ওয়ার্ক আছে। আমাকে যখন আহবায়ক করা করা হয় তখন সঙ্গে সঙ্গে আমরা ১টা সাব কমিটি করি, প্রতিটি সাব কমিটির দায়িত্বে আছে ১৩ জন আমার মত সহ সভাপতিরা যেমন প্রচার ,সাজসজ্জা,মঞ্চ,আপ্যায়ন, খাদ্য, দপ্তর,এভাবেই আমরা কাজ শুরু করেছি ,সবাই স্বস্ব কাজে এখন পুর্ন ব্যস্ততার সময় পার করছে দায়িত্ব পালন করে যাচ্ছে-আমি এবং সদস্য সচিব সকল সাব কমিটি এবং সম্মেলন কে সফল করার জন্য সম্মনয়ক হিসাবে কাজ করছি। ইতিমধ্যেই প্রতিনিয়ত কাজ কর্মের ২৪ ঘন্টা খোজ খরব রাখছি সকালে নুর হোসেনের প্রতি মিডিয়া সেলের সকলের সাথে বসেছি আমার পাশেই বসা আছে আমাদের সংগঠনের ত্যাগী নেতা আনোয়ার পারভেজ টিঙ্কু সে আমার সাথে সার্বক্ষনিক  কাজ করছে তার যত টুকু দায়িত্ব তার চেয়ে বেশিই পালন করছে সকলেই সম্মেলনকে  সফল করে তুলার জন্য সার্বক্ষনিক কাজ করে চলেছে যেহেতু আমি সংগঠনের সহ সভাপতি সারাদেশেই আমাকে নেতা কর্মিরা চিনে জানে সবার সাথেই সুসম্পর্ক আছে তাই কোন সমস্যা এখন পর্যন্ত দেখা দেয়নি ,আমি ঢাকা এবং ঢাকার আশে পাশের জেলার নেতা কর্মীদের নিয়ে ইতিমধ্যেই বসে সম্মেলন কে সফল করার জন্য যাবতীয় নির্দেশনা দিয়ে কাজ শেষ করে নিয়ে এসেছি। ঢাকা মহানগর জেলা বিভাগসহ সকল জায়গায় কেন্দ্রিয় নেতা থেকে শুরু করে দায়িত্ব প্রাপ্ত সকল সাংগঠনিক সম্পাদক যে সাত জন আছেন তারা নিরলস কাজ করে যাচ্ছেন নেতা কর্মিদের সম্মেলনে অংশগ্রহন করানোর জন্য আমাদের প্রানের নেত্রী সংগঠনের অভিভাবক বঙ্গবন্ধু কন্যা মাননীয় শ্রদ্ধাভাজন প্রধানমন্ত্রী আমাদের সম্মেলনের প্রধান অতিথি সোহ্রাওররাদি উদ্দ্যানে সম্মলনের উদ্বোধন করবেন আমার কথায় নয় সম্মেলন কে সফল করে তুলতে ব্যক্তি নয় দল বড় ,সকল নেতা কর্মী দের সম্মিলিত উদ্দোগেই সকল নেতা কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় ইনশাল্লাহ দেখার মত সম্মেলন উপহার দিব নে্ত্রীকে দল কে

---

শফিক কাজল-আসন্ন সম্মেলন কে কেদ্র করে ত্যাগী পরিক্ষিত নিবেদিত কর্মিদের জন্য আপনাদের কাছে থেকে কি প্রত্যাশিত ফল বা ম্যলায়ন পাবে। নির্মল রঞ্জন গুহ-অবশ্যই এই আশা কেন করবে না , এবারের সম্মেলন অতীতের সম্মেলনের থেকে শিক্ষা নিয়েই তো আয়োজন করাহচ্ছে বলে আমি বিশ্বাস করি। দলের হাই কমান্ডের উপলদ্ধি তে এসেছে  দল প্রায় ১এক যুগ ক্ষমতায়,ক্ষমতা কে কেদ্র করে অজস্র নেতা কর্মী বঞ্চিত হয়েছে অনেক দিক থেকে পদ পদবি সম্মান সঠিক মুল্যায়ন থেকে অবহেলিত থাকার পরিপ্রেক্ষিতেই দলের ভিতরে অশুভ শক্তির উত্থান ঘটেছে এখান থেকে শিক্ষা নিয়েই দলের দুঃসময়ে সাহসী ত্যাগী নিবেদিত বিনয়ী নির্লোভি কর্মিদের সম্মেলনের ভিতর দিয়ে তুলে এনে দল কে সঠিক পথে পরিচালিত করার প্রত্যাশা নিয়ে এই সম্মেল, আমি নেত্রীর একটা কথা কে ধরেই সম্মেলন নেতা নির্বাচন হবে আমার ত্যাগী কর্মিরা কিছুই পায়নি ,ত্যাগী নেতা কর্মিরা অভিমানি হয় কিন্তু দলের নীতি আদর্শের বাইরে যায় অভিমান করে ঘরে ঢুকে যায় এখন যেমন অনেক ত্যাগী আদর্শিক নেতা কর্মি অভিমানে ঘরে ঢুকে গিয়েছে তাদের মুল্যায়ন করেই আগামি দিনের সংগঠন শক্তিশালী মজবুত ভিতের উপর দাড়িয়েই সংগঠন বেচে থাকবে শফিক কাজল-আপনি কখন থেকে রাজনীতিতে পা রেখেছিলেন নির্মল রঞ্জন গুহ-আমি ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধের চেতনায় বংগবন্ধুর আদর্শে নিয়ে বড় হয়েছি। আমি ইউনিয়ন ছাত্রলীগের রাজনীতি দিয়ে সংগঠন করা শুরু করি তখন আমি ছিলাম শ্রেনীর ছাত্র ১৯৭৯ সাল দোহার মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের সধারন সম্পাদক হই ১৯৮৩ সালে আমি কলেজ জীবনেই ছাত্রলীগের রাজনীতিতেই সক্রিয় ভুমিকা পালন করি। কলেজ জীবনে ছাত্রলীগের সভাপতি ছিলাম এরশাদ তখন ক্ষমতায় প্রতিদিন মিছিল মিটিং সামরিক শাসন বিরোধী আন্দলন নিয়ে রাজনয়তিক কর্মি হিসাবে নিজেকে গড়ে তুলি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিলাম। আমি হাবিব অসীম কমিটির সদস্য ছিলাম। পরবর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা কালিন আমি এরশাদ বিরোধী সকল আন্দোলনেই ছিলাম -আমার অনেক সপ্ন ছিল ছাত্রলীগের সভাপতি হবার ,কেন্দ্রিয় সহ সভাপতি হিসাবেই ছাত্র রাজনীতি শেষ করে আসি তারপর স্বেচ্ছাসেবক লীগ এর রাজনীতিতে বাহাউদ্দিন শফিক কাজল-আপনি স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব পেলে সংগঠন পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রে কোন কোন বিষয়কে বিশেষ প্রাধান্য দিবেন। নির্মল রঞ্জন গুহ-অবশ্যই আমাদের দলের প্রধান মাননীয় সভানেত্রী শেখ হাসিনা যে প্রত্যাশা নিয়ে দল কে পুনর্গঠন করতে চাচ্ছেন সেটাকেই বাস্তবায়ন করার জন্য জন্য প্রথমে উদ্যোগ গ্রহন করব সবাইকে নিয়ে। আমি অবশ্যি চাইব দলের পরিক্ষিত কর্মিরা যারা জামাত বি এন পি জোট আমলের,/১১ সেনা শাসন কালে ভুমিকা যাদের স্বচ্ছ এবং দুর্দিনের সংকট কালে ভুমিকা পালন করেছিল ,সাথে সাথে এই এক যুগ দল ক্ষমতায় থাকার পর যারা স্বচ্ছ পরিস্কার ইমেজ ধরে রেখেছে, নিজেদের লাভের জন্য অর্থ বিত্তের জন্য শত লোভ লালসা কে উপেক্ষা করেছে দলকে বিতর্কের মধ্যে নিয়ে যায়নি যারা বঞ্চিত হয়েছে যোগ্যতা থাকার পরও সঠিক মুল্যায়ন হয়নি বা অবমুল্যায়িত হয়েছে তাদের মধ্যে থেকেই কমিটি করতে পারলে সংগঠন থাকবে স্বচ্ছ ইমেজের ভালদের নিয়ে দল পরিচালিত হলে কমিটি গঠন করতে পারলেই কেবল আগামী দিনে দল নুতন দ্রষ্টান্ত স্থাপন করতে পারব , দল একক ভাবে পরিচালিত বা গঠন করা যায় না চাই সম্মিলিত চেষ্টা আর একটা কথা না বললেই না তা হল নুতন দের আমি অবশ্যই স্বাগত জানাই। হাইব্রিডদের পরিষ্কার ভাষায় না বলি, হাইব্রিড মানেই হল দ্রত মোটা তাজা হয়ে যাওয়া এদের কে কোন মতেই দলে না নেবার পক্ষে আমি নূতনদের আমি স্বাগত জানাই যারা মুক্তিযুদ্ধেরচেতনায় বিশ্বাসী ,বাম প্রগতিশীল সংগঠন করে এসেছে চিন্তা ভাবনার উনিশ বিশ থাকতেই পারে তাদের কে আমি দলে নেবার পক্ষে আমি বিশ্বাস করি তারা দেশ প্রেমিক অসাম্প্রদায়িক চেতনার মুক্তিযুদ্ধের চেতনার বঙ্গবন্ধুর আদর্শের প্রতি যাদের কোন দ্বিমত নাই সেই মানুষ গুলো দলে নেবার পক্ষে আমি এটা আমার ব্যক্তিগত মতামত তারপরও আমি আশাবাদী আদর্শিক সংগঠন গড়ে তুলতে হলে আদর্শিক মানুষ আমাদের খুব দরকার সে মানুষ বা নেতা কর্মি আমরা আমাদের দলেই আছে অভিমান করে আছে তাদের কে আমরা মুল্যায়িত করে বঙ্গবন্ধুর আদর্শের দল হিসাবে সেচ্ছাসেবক লীগের পুর্ঞ্জাগরন ঘটাতে চাই ধন্যবাদ আপনাকে জয় বাংলা জয়বঙ্গবন্ধু আমাদের নেত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু পেয়ে বেচে থাকুন

 



এ পাতার আরও খবর

নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি
রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত
পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক
মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে  তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত
কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য
মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট
ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে
চীনের  গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন চীনের গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন
রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)