মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » আটকেপড়া যাত্রীদের দেওয়া হচ্ছে খাবার ও পানি
আটকেপড়া যাত্রীদের দেওয়া হচ্ছে খাবার ও পানি
পক্ষকাল সংবাদ-
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৬ জন নিহত ও শতাধিক আহত হবার খবর পাওয়া গেছে। জানা যায়, তুর্ণা নিশীথার সাথে উদয়ন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে ঘটে। তাৎক্ষণিক ভাবে নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আলা আমিন (২৫) ও আলী মোহাম্মদ ইউসুফ (৩৫) । তাদের দুইজনের বাড়ি হবিগঞ্জে।
দুর্ঘটনায় বগির ভিতরে আটকে পড়া যাত্রীদের খাবার, ওষুধ ও পানি সরবরাহ করা হচ্ছে। আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আটকেপড়া যাত্রীদের খাবার ও পানি সরবরাহ করছেন। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তথ্যকেন্দ্র খোলা হয়েছে। কোনো হতাহতের পরিচয় পেলেই জানানো হচ্ছে তথ্যকেন্দ্র থেকে। কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন জানান, আইনমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাত্রীদের সুবিধামতো স্থানে পৌঁছে দেওয়ার জন্য যেন পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করা হয়। আইনমন্ত্রীর বাড়ি এই কসবা উপজেলায়।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালের দিকে এই ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক বিডি২৪লাইভকে বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। উদ্ধার কাজে কোন ধরণের ত্রুটি থাকবে না। আহত ৪০ জনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ শনাক্ত চলছে। প্রাথমিকভাবে জানা যায়, সিগনাল না মানায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে সারাদেশের সাথে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।