শিরোনাম:
ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » খেলাধুলা | ব্রেকিং নিউজ » পুরনো চোটে সালাহর নতুন আঘাত
প্রথম পাতা » খেলাধুলা | ব্রেকিং নিউজ » পুরনো চোটে সালাহর নতুন আঘাত
৩৪৫ বার পঠিত
বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুরনো চোটে সালাহর নতুন আঘাত

পক্ষকাল সংবাদ----

আবারো ইনজুরিতে পড়েছেন মোহাম্মদ সালাহ। রোববার ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বিগ ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন লিভারপুল ফরওয়ার্ড। ধারণা করা হচ্ছিল হালকা বিশ্রামেই সেরে উঠবেন তিনি। কিন্তু যতটা ভাবা হয়েছিল ততটা হালকা নয় মিশরীয় সেনসেশনের চোট।

গত ৫ অক্টোবর লেস্টার সিটির ম্যাচে হামজা চৌধুরির মারাত্মক ট্যাকলের শিকার হয়েছিলেন সালাহ। সিটি ম্যাচে পুরনো চোটে নতুন করে আঘাত পেয়েছেন তিনি। এক প্রতিবেদনে মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে আগামী ২৩ নভেম্বর ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যাচ মিস করতে পারেন সালাহ।

২৭ বছর বয়সী এই তারকা বেকায়দায় ফেলে দিলেন মিশরকেও। আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে আফ্রিকায় চোট নিয়ে ফিরেছেন সালাহ। তাকে এবার ইনজুরিতে ফেলেছেন সিটির মিডফিল্ডার ফার্নান্দিনহো। অ্যানফিল্ডের ম্যাচে সালাহকে ট্যাকল করেন ব্রাজিলিয়ান তারকা।

ইংলিশ লিগে এই মৌসুমে ভালোই ছন্দে আছেন সালাহ। ১১ ম্যাচে ছয় গোল করেছেন তিনি। এ ছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো তিন গোল। ফর্মে থাকা সালাহর ইনজুরিতে স্বাভাবিকভাবেই একটা ধাক্কা খেল লিভারপুল।

এরচেয়ে বড় ধাক্কা খেল মিশর। আগামী ১৪ নভেম্বর আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বের ম্যাচে কেনিয়ার মুখোমুখি হবে মিশর। তিনদিন পর আবার কমোরসের সঙ্গে খেলা। দুটো ম্যাচের একটিতেও খেলা হচ্ছে না সালাহর। গতকাল রাতে ম্যাচ দুটি থেকে নিজেকে গুটিয় নিয়েছেন তিনি।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)