দশ বছরে বার্সার সেরা একাদশ
পক্ষকাল সংবাদ-
ইতিহাসের সেরা সময়টা পেপ গার্দিওলার আমলেই কাটিয়েছে বার্সেলোনা। স্প্যানিশ কোচের অধীনে প্রথমবারের মতো কাতালানরা পেয়েছিল ‘ট্রেবল’ জয়ের স্বাদ। ২০১২ সালে গার্দিওলার বিদায়ের পর ন্যু ক্যাম্পে এসেছেন কয়েকজন কোচই। এসেছেন নতুন অনেক বড়বড় ফুটবলার। আবার চলে গেছেন অনেক কিংবদন্তি।
কেউ বা বার্সার হয়েই ক্যারিয়ার শেষ করেছেন। কয়েকজন ফুটবলার এখনো কাতালানদের হয়ে খেলে যাচ্ছেন। পালা বদলের এই সময়ে বার্সেলোনার সাফল্য ছিল ঈর্ষণীয়। দ্বিতীয়বার তারা পেয়েছে ত্রিমুকুট জয়ের স্বাদ। ২০১০ সালের পর থেকে এ পর্যন্ত ছয়টি লা লিগা এবং দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে বার্সা।
ক্লাবের এই সাফল্যের ওপর ভিত্তি করে গণমাধ্যম স্পোর্টসকিডা বার্সার গত এক দশকের সেরা একাদশ নির্বাচন করেছে। প্রকাশিত একাদশে প্রত্যাশিতভাবেই স্প্যানিশ ফুটবলারদের জয়জয়কার। সেরা একাদশে রাখা হয়েছে বার্সা ছেড়ে যাওয়া ব্রাজিলিয়ান তারকা নেইমারকেও।
গেল দশ বছরে বার্সার সেরা একাদশ:
গোলরক্ষক: ভিক্টর ভালদেস
রাইট ব্যাক: দ্যানি আলভেজ
সেন্টার ব্যাক: জেরার্ড পিকে
সেন্টার ব্যাক: কার্লোস পুয়োল
লেফট ব্যাক: জর্ডি আলবা
ডিফেন্সিভ মিডফিল্ডার: সার্জিও বুসকেটস
সেন্ট্রাল মিডফিল্ডার: জাভি হার্নান্দেজ
সেন্ট্রাল মিডফিল্ডার: আন্দ্রেস ইনিয়েস্তা
রাইট উইং: লিওনেল মেসি
স্ট্রাইকার: লুইস সুয়ারেজ
লেফট উইং: নেইমার জুনিয়র