
বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিনোদন | ব্রেকিং নিউজ » শিশুকে দোলনায় শুইয়ে ছবি শেয়ার করলেন রাজ-ঘরণী শুভশ্রী
শিশুকে দোলনায় শুইয়ে ছবি শেয়ার করলেন রাজ-ঘরণী শুভশ্রী
পক্ষকাল সংবাদ-
দোলনায় শুয়ে রয়েছে ছোট্ট শিশু। পাশে দাঁড়িয়ে রয়েছেন শুভশ্রী। দোলনার পাশে দাঁড়িয়ে পোজও দিতে দেখা যায় অভিনেত্রীকে। নিজের সোশ্য়াল হ্যান্ডেলে সেই ছবি শেয়ারও করেন রাজ-ঘরণী।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যে সদ্যোজাত রয়েছে, সেই শিশুটি আসলে কে? ছবি প্রকাশ্যে আসার পর এমন প্রশ্নই উঠতে শুরু করে বিভিন্ন মহলে।
শুভশ্রীর পাশপাশি তাঁর ফ্যান ক্লাবের তরফেও সেই একই ছবি শেয়ার করা হয়। সেখানে ওই ছবিতে ‘রিমা দি এবং আদ্রিয়ান দা-কে শুভেচ্ছা’ বলে মন্তব্য করতে দেখা যায় টলিউডের এই প্রথম সারির নায়িকাকে। অর্থাত পরিচিত কারও সন্তানকেই শুভশ্রী দেখতে এসেছেন বলে জানা যায়।
পরিণীতা-পর আপাতত ধর্মযুদ্ধ নামে আরও একটি নতুন সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজ চক্রবর্তীর এই সিনেমায় শুভশ্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অভিনেত্রী পার্নো মিত্রও।