মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » মাধ্যমিক পরীক্ষার্থীদের মডেল টেস্ট ও কোচিং বন্ধ
মাধ্যমিক পরীক্ষার্থীদের মডেল টেস্ট ও কোচিং বন্ধ
পক্ষকাল প্রতিবেদক:
হরতাল অবরোধে সহিংসতার আশঙ্কায় স্কুলগুলো এসএসসি পরীক্ষার্থীদের মডেল টেস্ট ও কোচিং বন্ধ করে রেখেছে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৮টি সাধারণ, ১টি মাদ্রাসা এবং একটি কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। এই পরীক্ষায় প্রায় ১৫ লাখ শিক্ষার্থী অংশ নিবে। এ উপলক্ষে শিক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শিক্ষার্থীদের বাড়তি প্রস্তুতির জন্য স্কুলগুলো মডেল টেস্ট নিয়ে থাকে। অবরোধে সহিংসতার আশঙ্কায় স্কুলগুলো মডেল টেস্ট ও কোচিং বন্ধ রেখেছে। এতে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের প্রস্ততি বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে প্রায় ১৫ লাখ পরিক্ষার্থী চরম বিপাকে পড়েছে।
এমনকি বছরের শুরুর দিনই অনেক শিক্ষার্থী ক্লাস করতে পারেনি। বছরের শুরুতেই এই হোঁচট সারা বছর শিক্ষার্থীদের গায়ে লেগে থাকবে। এবার বার্ষিক পরীক্ষার ফল দ্রুত দিয়ে ক্লাস শুরু করেছি। কিন্তু ক্লাসের প্রথম দিনই থেকে অবরোধ। এছাড়া যেসব শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য অনেক ক্ষতি হচ্ছে। তারা পরীক্ষার শেষ মূহুর্তের প্রস্তুতি ঠিকমতো নিতে পারছে না। অনেক স্কুলে শেষ মূহুর্তের মডেল টেস্ট ও ক্লাস ও বন্ধ রাখা হয়েছে।
এ সম্পর্কে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, জাতি গঠনের কারিগর লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছে বিএনপি-জামায়াত। তাদেরকে এই অপ-রাজনীতি থেকে বের হয়ে আসা উচিত। তিনি বলেন, শিক্ষার্থীদের ক্ষতিকরে কোন কর্মসূচি না দেয়ার জন্য আমি বার বার অনুরোধ করছি।
১ জানুয়ারি থেকে জামায়াতে ইসলামী হরতাল ডাকে। তারপরও সারাদেশে উৎসব করে বিনামূল্যে পাঠ্যবই দেয়া হয়। পরদিন ছিল সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। মাঝে শনিবার স্কুলগুলো খোলা থাকলেও ওই দিনও ছিল ছুটির আবহ। কারণ, পরদিন ছিল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর ছুটি। কিন্তু ৫ জানুয়ারি সামনে রেখে বিএনপির কর্মসূচিকে ঘিরে ওই দিন থেকেই রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। এর মধ্যে গত সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেয় বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।