শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » খালেদা জিয়াকে মুক্তি দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ
খালেদা জিয়াকে মুক্তি দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ
পক্ষকাল সংবাদ-
জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে বিএনপির সাংসদ হারুন অর রশীদ চিকিৎসার স্বার্থে বিএনপির চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছেন। এ সময় সংসদ নেতা শেখ হাসিনা অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সংসদ অধিবেশনে এই অনুরোধে হারুন অর রশীদ বলেন, তাঁরা দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে এসেছেন। তাঁর শারীরিক অবস্থা সত্যিকার অর্থেই খারাপ। তিনি তিনবারের প্রধানমন্ত্রী, একাধিকবারের বিরোধীদলীয় নেতা। বহু আন্দোলন–সংগ্রামে তাঁর ভূমিকা রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে হারুন অর রশীদ বলেন, ‘মাননীয় সংসদ নেতাকে বিনীতভাবে অনুরোধ করব, অন্ততপক্ষে চিকিৎসার স্বার্থে ওনাকে (খালেদা জিয়া) জামিনে মুক্তি দিন। ওনার সুচিকিৎসার ব্যবস্থা আপনি গ্রহণ করুন। ওনার যে বয়স, উনি চলাফেরা করতে পারেন না। সংসদ নেতার দৃষ্টিতে বিষয়টি নিয়ে এসে এ বিষয় বিবেচনার জন্য অনুরোধ করব।’