কালীগঞ্জে ট্রেনে কাটা লাশের পরিচয় মিলেছে
তৈয়বুর রহমান (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) বছরের এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। গত শনিবার দুপুর পৌনে ৩টার দিকে আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে কাপাসিয়া সড়ক সংলগ্ন তুমলিয়া রেলক্রসিং এলাকায় এ র্দূঘটনাটি ঘটে। এ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে আড়িখোলা রেলওয়ে স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার মইনুল হোসেন জানান, খবর পেয়ে ভৈরব জিআরপি থানাকে অবগত করেছি। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে নিয়ে গেছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. শাহ আলম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, গত শনিবার দুপুরে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। মরদেহটি ট্রেনে কাটা পড়ে অসংখ্য খন্ড হয়ে গেছে। তাই গায়ের কাপড় চিহ্নিত করা যায়নি। সম্ভবত তার গায়ে ছাপের শাড়ি ছিল। লাশটি ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
লাশের পরিচয়ের ব্যাপারে জানতে চাইলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহ আলম জানান ট্রেনে কাটা পড়া নিহত নারীর পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম ছায়া রানী ঘোষ। নিহত ছায়া রানী ঘোষ কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের পুইনারটেক গ্রামের নারায়ন চন্দ্র ঘোষের স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী। তিনি আরো জানান, রবিবার সকালে নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।