মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর » কেন্দুয়ায় বেশি দামে লবণ বিক্রি করায় ডিলার কে ৭০ হাজার টাকা জরিমানা
কেন্দুয়ায় বেশি দামে লবণ বিক্রি করায় ডিলার কে ৭০ হাজার টাকা জরিমানা
নিজেদের সংবাদদাতা ঃঃ কেন্দুয়া বাজারে বেশী দামে লবন বিক্রির দায়ে লবন ডিলার বাচ্চু মিয়াকে ৭০ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত।জানা গেছে,আজ মঙ্গলবার সকাল থেকে লবনের দাম অত্যাধিক বেড়ে গেছে, লবন পাওয়া যাচ্ছেনা। এমন গুজবে লবনের জন্য মানুষ হুমরি খেয়ে দোকানের সামনে ভীর করে লবন ক্রয় করতে থাকে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুর ইসলাম এবং ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান সকাল সাড়ে ১০টায় বাজারে অভিযান চালান। পরে লবন ডিলার বাচ্চু মিয়ার আড়তে অভিযান চালান। সত্যতা পেয়ে এবং বাচ্চু মিয়া বেশীদামে বিক্রি করার কথা স্বীকার করায় তাকে ৭০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল দেয়া হয়। বাচ্চু মিয়া ৭০হাজার টাকা জরিমানা দিয়ে মুক্তি পান।