মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » লবণ গুজবে বেনাপোল বাজারে ক্রেতাদের ভিড় ২ জন গ্রেপ্তার
লবণ গুজবে বেনাপোল বাজারে ক্রেতাদের ভিড় ২ জন গ্রেপ্তার
আমিনুর রহমান তুহিন,বেনাপোল যশোর: যশোরের বেনাপোল বাজারে লবণের দাম বৃদ্ধি গুজব ছড়িয়ে পড়াই বিভিন্ন গ্রাম থেকে ঝাঁকেঝাঁকে মানুষ ছুটতে থাকে বেনাপোল বাজারের দিকে। লবণের দোকান গুলোতে পড়ে যায় লম্বা লাইন। এদিকে বেনাপোল বাজারে ২৫ টাকা কেজি দরের মোটা লবন বিক্রি হচ্ছে ৩০ টাকা এবং ৩৫ টাকা কেজি দরের চিকন লবণ বিক্রি হচ্ছে ৪০ টাকা।
মঙ্গলবার(১৯ নভেম্বর) সন্ধ্যা থেকে লবণের দাম বৃদ্ধি গুজব ছড়িয়ে পড়ে বেনাপোল সহ আশপাশের এলাকায়। মুহুতের মধ্যে অসাধু কিছু দোকানদার বেশি দামে লবণ বিক্রি করছে। যার কাছ থেকে যত বেশি মূল্য নেওয়া যায় এমন একটি পাল্লা চলছে বেনাপোল বাজারে। যার প্রয়োজন কম সেও থেমে নেই এই গুজবের লবণ কিনতে। বেনাপোল বাজার এলাকায় পথ চলতি প্রতিটি মানুষের হাতে লবণের প্যাকেট দেখা যায়। লবণ বেশি দামে বিক্রির কথা পৌছে যায় বেনাপোল পোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। তিনি দ্রত পুলিশ ফোর্স পাঠিয়ে নিয়ন্ত্রনে আনে লবনের বাজার। এসময় ক্রেতাদের নিকট থেকে উচ্চ মূল্য নেওয়ার অভিযোগে দুই জন লবন ব্যবসায়ীকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। প্রশাসন এবং বাজার কমিটি’র পক্ষ থেকে ক্রেতাদের সর্তক করার জন্য বেনাপোল বাজার এলাকায় মাইকিং বের করে ও গুজবে কান না দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।
বেনাপোল বাজারে লবণের দাম বৃদ্ধি গুজবের বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, আজকের সন্ধ্যা থেকে বেনাপোল বাজারে লবণের সংকট শুরু হয়েছে। বেনাপোল পোর্ট থানার পক্ষথেকে বাজারে সার্বক্ষনিক কাজ করছি যাতে গুজবে কোন সমস্যা সৃষ্টি না হয় এবং গুজব থেকে মানুষকে পরিত্রন দেওয়ার জন্য আমরা মাইকিং শুরু করেছি। আমরা সব সময় বেনাপোল বাজার মনিটরিং করছি।