নন্দন মঞ্চ’র উদ্বোধন
পক্ষকাল প্রতিবেদক: বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নির্মিত হয়েছে ‘নন্দন মঞ্চ’। নন্দন মঞ্চের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে তিনদিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল সমাপ্ত হবে সাংস্কৃতিক অনুষ্ঠানমালা।
গত ১২ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ফলক উন্মোচন করে ‘নন্দন মঞ্চ’র উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জমান নূর।
একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস, এনডিসি এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন।
ফলক উন্মোচনের পর পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। এরপর শুরু হয় আলোচনাসভা। অনুষ্ঠানের সর্বশেষে পরিবেশিত হয় তিনদিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিনের আয়োজন।
তিনদিনব্যাপী মনোজ্ঞ এ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিদিন থাকছে- একক সঙ্গীত, সমবেত সঙ্গীত, সমবেত নৃত্য, নৃত্যালেখ্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নৃত্য পরিবেশনা, আবৃত্তি, সংযাত্রা, কাওয়ালী, ফিউশন যন্ত্র সঙ্গীত ও তালবাদ্য।