ইন্দীরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রে ‘বৈষম্য’
পক্ষকাল প্রতিবেদক: ইন্দীরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রে প্রদর্শিত হবে অ্যাডাম দৌলা পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বৈষম্য-জার্নি অব দা হার্ট’।
আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানের কেন্দ্রে এ ছবিটি প্রদর্শিত হবে। আয়োজনটি হবে সকলের জন্য উন্মুক্ত।
সমাজের দুই শ্রেণীর দুই শিশুকে ঘিরে আবর্তিত হয়েছে এ সিনেমার গল্প। এটি পরিচালক অ্যাডাম দৌলার প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা।
সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী আবীর হোসেন অঙ্কন। তার চরিত্রের নাম জেমি। জেমির বাবার চরিত্রে অভিনয় করেছেন পরিচালক নিজেই, মায়ের চরিত্রে অভিনয় করছেন মিতা চৌধুরী। বিটু নামের অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী সাজ্জাদ হোসেন রনি।
উল্লেখ্য, যৌথ প্রযোজনার কোন সিনেমা না হয়েও ‘বৈষম্য’ এর আগে গত বছরের ৭ নভেম্বর থেকে ভারতের মুম্বাইয়ের রতœগিরি এলাকার আনন্দ চিত্র মন্দির প্রেক্ষাগৃহে প্রদর্শন শুরু হয়। এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিনেমা বাণিজ্যিকভাবে ভারতে প্রদর্শিত হয়।
শিশুতোষ চলচ্চিত্র ‘বৈষম্য’ মুক্তি পায় গত বছরের ২১শে মার্চ।
এ ছাড়াও আগামী ২৬ জানুয়ারি রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে সিনেমাটি প্রদর্শিত হবে।
ইন্দীরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র (আইজিসিসি): বাড়ি-৩৫, রোড-২৪, গুলশান-১, ঢাকা।