মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » রাজনীতি » সুপ্রীম কোর্টের নিরাপত্তায় জিরো টলারেন্স : খন্দকার মাহবুব
সুপ্রীম কোর্টের নিরাপত্তায় জিরো টলারেন্স : খন্দকার মাহবুব
পক্ষকাল প্রতিবেদক : সুপ্রীম কোর্টের সর্বোচ্চ নিরাপত্তায় আইনজীবী সমিতি জিরো টলারেন্স দেখাবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
সুপ্রীম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার দুপুরে তিনি এ কথা বলেন।
সর্বোচ্চ আদালতের এজলাস কক্ষে বোমা পাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আদালতের নিরাপত্তাজনিত সমস্যা না দেখে অ্যাটর্নি জেনারেল বিষয়টিকে রাজনৈতিকভাবে উল্লেখ করেছেন। যা দুঃখের বিষয়।’
মাহবুব হোসেন বলেন, ‘সুপ্রীম কোর্ট ও আইনজীবী সমিতি ভবনের নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার, অ্যাটর্নি জেনারেল, ঢাকা মহানগর পুলিশ ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর আবেদন করা হয়েছে।’
স্প্রুীম কোর্টের আইনজীবীদের সঙ্গে যারা জুনিয়র হিসেবে কাজ করবেন, তাদেরকে আইনজীবী সমিতির ইস্যু করা ব্যাজ ও পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
পরিচয়পত্র ব্যাতীত কোনো জুনিয়র আইনজীবী এবং লাইসেন্সবিহীন কোনো ক্লার্ক যেন আদালত অঙ্গনে প্রবেশ করতে না পারে, সে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান সুপ্রীম কোর্ট বারের সভাপতি।
সংবাদ সম্মেলনে সুপ্রীম কোর্ট বার সভাপতিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।