শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিনোদন | ব্রেকিং নিউজ » ‘আমরা ইলিয়াস কাঞ্চনের পাশে আছি’ বললেন তারকারা
‘আমরা ইলিয়াস কাঞ্চনের পাশে আছি’ বললেন তারকারা
পক্ষকাল সংবাদ-
১৯৯৩ সালে স্ত্রী জাহানারা সড়ক দুর্ঘটনায় মারা যাবার পর থেকেই নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি গড়ে তুলেছেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন। সাম্প্রতিক সময়ে নতুন সড়ক আইনটি নিয়েও তিনি কাজ করছেন। ফলশ্রুতিতে তাকে পড়তে হয়েছে পরিবহন শ্রমিকদের রোষানলে। পরিবহন ধর্মঘটে দেশের বিভিন্ন জায়গায় ইলিয়াস কাঞ্চনের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, তাঁর বিরুদ্ধে ব্যানার-পোস্টার লাগানো হয়েছে। এসবই করেছেন পরিবহন শ্রমিকরা।
এবার ইলিয়াস কাঞ্চনের পাশে দাঁড়ালেন চলচ্চিত্র শিল্পীরা। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘কাঞ্চন ভাইয়ের পাশে শিল্পী সমিতি থাকবে। যারা নিরাপদ সড়ক চায় না তারা দেশের ও সমাজের শত্রু। যারা ইলিয়াস কাঞ্চন ভাইকে অপমান করেছে তাদেরকে শিল্পী সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। কাঞ্চন ভাই দীর্ঘদিন ধরে মানুষকে সচেতন করে আসছেন, এটা আমাদের গর্বের বিষয়।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিয়াস কাঞ্চনের সমর্থনে পোস্ট দিচ্ছেন তারা। চিত্রনায়ক রুবেল বলেন, ‘নিরাপদ সড়কের দাবি নিয়ে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন। তার সঙ্গে দেশের মানুষ রয়েছেন। তাকে নিয়ে যেসব মানুষ বাজে পোস্টার ছাপিয়েছে তারা নোংরা মনের পরিচয় দিয়েছেন। আমি এই ঘটনার প্রতিবাদের পাশাপাশি তাদের বিচারের আওতায় আনার দাবি জানায়।’
চিত্রনায়ক সাইমন বলেন, ‘সারা দেশের মানুষ সবাই নিরাপদ সড়ক চাই। এটার বিরোধিতা করার কোনো কারণ নেই।’ আরও অনেক তারকা ও সাধারণ মানুষ ইলিয়াস কাঞ্চনের সমর্থনে পোস্ট দিয়ে জানিয়েছেন তারা ইলিয়াস কাঞ্চনের এই আন্দোলনের সঙ্গে পাশে থাকবেন।