রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর » কালীগঞ্জের শহীদ ময়েজউদ্দিন সেতুর নিচ থেকে অজ্ঞাত পাগলের লাশ উদ্ধার
কালীগঞ্জের শহীদ ময়েজউদ্দিন সেতুর নিচ থেকে অজ্ঞাত পাগলের লাশ উদ্ধার
কালীগঞ্জ শহীদ ময়েজউদ্দিন সেতুর নীচ থেকে অজ্ঞাত এক পাগলের লাশ উদ্ধার
কালিগঞ্জ প্রতিনিধি ঃ
গাজীপুর কালীগঞ্জে টঙ্গী-ঘােড়াশাল আঞ্চলিক মহাসড়কের দেওপাড়া শহীদ ময়েজউদ্দিন সেতুর নীচ থেকে অজ্ঞাত এক পাগলের মরদেহ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত এক মাস যাবত নিহত ওই পাগলক এলাকার বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করতে দেখা যায়। শনিবার আনুমানিক ৩ টার দিকে শহীদ ময়েজউদ্দিন সেতুর নীচে গাছ-গাছড়ার ঝাপের মধ্য ওই পাগলের লাশ দেখে স্থানীয়রা কালীগঞ্জ থানাকে অবহিত করে।
খবর পেয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মফিজুর রহমান ও তার সহযাগী ফাহিম ও জিয়াউল ঘটনা স্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল রিপার্ট তৈরি করে লাশটি থানায় নিয়ে যায়।
এ ব্যাপার কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মফিজুর রহমান বলেন, অজ্ঞাত ওই পাগলের বয়স আনুমানিক ৪০ বছর । মুখে দাড়ি, পরনে ছেড়া লুঙ্গি ও লাল, সাদা রং এর শার্ট ছিল। গায়ের রং শ্যাম বর্ণের।
এ ব্যাপার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক জানান, শহীদ ময়েজউদ্দিন সেতুর নীচে মরদেহ দেখে স্থানীয়রা থানা পুলিশ খবর দেন। তৎক্ষনাত পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করর থানায় নিয়ে যায়। নিহতের লাশের ময়নাতদন্তর জন্য ওই দিনই বিকলে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানাে হয়।
এ রিপার্ট লেখা অবধি অজ্ঞাত ওই পাগলের পরিচয় পাওয়া যায়নি।