সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » » কালীগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
কালীগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
তৈয়বুর রহমান (গাজীপুর) প্রতিনিধি ঃ গাজীপুরের কালীগঞ্জে হতদরিদ্র এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশু মেয়ে (১২) কে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও এলাকার কদমতলা (টাবা পাড়া) গ্রামে বুরুজের নিরব বাশঁঝাড়ে। সে মৃত বাচ্চু ফকিরের মেয়ে। লম্পট ধর্ষক মাসুম শেখ (২৮) ’র বাড়ি একই গ্রামের বুরুজ শেখ ওরফে বুরুজ মেম্বারের ছেলে। রোববার দুপুরে কালীগঞ্জ থানার এসআই মো. মসিউর রহমান তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ধর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ভিকটিমের পরিবারের অভিযোগের এলাকায় গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে তবে ধর্ষক ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ওই বুদ্ধিপ্রতিবন্ধী বাড়ির পাশে ক্ষেতে শাক তুলতে যায়। এই সময় বুরুজ মেম্বারের ছেলে মাসুম মিয়া ওই বুদ্ধিপ্রতিবন্ধীকে পিচন দিক এসে তাকে ঝাপড়ে ধরে ওড়না দিয়ে তার মুখ বেঁধে পাশে নিরব স্থানে বাঁশঝাড়ে নিয়ে জোরপূবর্ক শ্লীলতাহানি করে ধর্ষণ করে। পরে বাঁশঝাড়ের ভেতরে তার উচ্চস্বরে কান্নার শব্দ শুনে আশেপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করেন। পরে ভিকটিম তার ওপর পাশবিক নির্যাতনের ঘটনা পরিবার ও স্থানীয় লোকজনদেরকে জানায়। ঘটনার পর থেকে ধর্ষকসহ তার পরিবারের লোকজন হতদরিদ্র বুদ্ধিপ্রতিবন্ধীর মা ভিক্ষুক সালেহা বেগম, নানী তাসলিমা বেগম ও মামা আশরাফউদ্দিনকেসহ ভিকটিমের পরিবারের লোকজনদের মামলা না করতে বিভিন্ন হুমকি-দামকি দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় শনিবার বিকেলে ভিকটিমের মা-নানী ও মামা ইউপি চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম তোরণের নিকট লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম তোরণ বলেন- ধর্ষিতার পরিবারের লোকজন এ সংক্রান্ত বিষয়ে অভিযোগ করেছেন।