মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ » মানসিক প্রতিবন্ধি শিশুর গায়ে গরম পানি ঢেলে দেবার অভিযোগ এস আই জালালের বিরুদ্ধে
মানসিক প্রতিবন্ধি শিশুর গায়ে গরম পানি ঢেলে দেবার অভিযোগ এস আই জালালের বিরুদ্ধে
সোহাগ মিরপুর প্রতিনিধি -আজ সোমাবার মিরপুর শাহ আলী থানার এস আই জালাল প্রতিবন্ধি মেয়ে মাহিমার শরীরে গরম পানি ঢেলে দেবাের অভিযোগ করেছে ,মেয়েটির স্থানীয় লোকজন সহ মাহিমা রবাবা রুবেল ও মা সুমি দুজনেই মিরপুর ১নং এর চিড়িয়াখানা রোড নাসিম বাজারের গলির সামনে ভেনগাড়িতে করে পিঠা বিক্রয় করে।মাহিমা নামের মেয়েটি মানসিক প্রতিবন্ধি বিধায় বাবা মা পিঠা বিক্রির সময় মেয়েটিকে ভেনগাড়িতে শুইয়ে রেখে তারা পিঠা বিক্রি করে।
সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের আওতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধিনে শাহ্-আলি থানার টিম অভিযান চালায়।
উচ্ছেদ অভিযানে শাহ আলি থানার পুলিশ বেপরোয়া ভাংচুর করে এই সময় শাহ আলী থানার এস আই জালাল প্রতিবন্ধি মেয়ে মাহিমার শরীরে গরম পানি ঢেলে দেয়।এই গরম পানি তার শরীরে ঢালার পর মেয়েটি বর্তমানে যন্ত্রনায় কাতরাচ্ছে কিন্তু শাহ আলী থানার পুলিশ এই নিন্দনিয় ঘটনা ঘটাবার পর ক্ষমা না চেয়ে উল্টো চোখ গরম করে হুমকি ধামকি দিচ্ছে।
এ কেমন গরীব মারা অভিযান,এ কেমন বিবেকহীন দিনমজুর মারা ফুট উচ্ছেদ অভিযান।
প্রশাসন আর সিটি কর্পোরেশন এর কাছে স্থানীয় জনগনের প্রশ্ন এই নির্বাক গরীবের বিচার নেই বলেই কি বিচার দ্বারে দ্বারে মাথা ঠুকরে মরবে।
এলাকাবাসী এই নির্দয় উচ্ছেদ অভিযানে মানসিক প্রতিবন্ধি মাহিমার উপর গরম পানি ঢালার এই পাশবিক নির্যাতনের সুষ্ঠ বিচার চায় ।