মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » চিলমারীতে মাদক ও অপরাধ নির্মূলে পুলিশ-জনতার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
চিলমারীতে মাদক ও অপরাধ নির্মূলে পুলিশ-জনতার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
মোঃ মনোয়ার হোসেন রনি, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
‘জনতাই পুলিশ,-পুলিশই জনতা’ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে মাদক ও অপরাধ নিমূলের লক্ষ্যে পুলিশ ও জনতার মধ্যে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কমিউনিটি পুলিশিং কমিটি আয়োজিত চিলমারী মডেল থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান। অন্যান্যের মধ্যে সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস, এম নুরুল আমিন সরকার, চিলমারী প্রেসক্লাবের উপদেষ্টা সভাপতি সহকারী অধ্যাপক নাজমুল হুদা পারভেজ, সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু, সাধারণ সম্পাদক শ্যামল কুমার বর্ম্মণ, রমনা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ আজগার আলী প্রমুখ। আলোচনা সভায় বক্তাগণ বলেন, পুলিশ ও জনতা সম্মিলিতভাবে চিলমারী উপজেলায় মাদক নির্মূলসহ অন্যান্য অপরাধ প্রবনতা কমিয়ে আনতে পারে।