মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » ধর্মঘটের ডাক দিলেন রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা
ধর্মঘটের ডাক দিলেন রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা
পক্ষকাল সংবাদ-
১১ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শ্রমিকেরা মিলের উৎপাদনকাজ বন্ধ করেছেন। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে ধর্মঘট হচ্ছে। পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, বকেয়া মজুরি-বেতন পরিশোধ, মজুরি কমিশন কার্যকর ও প্রতি সপ্তাহর মজুরি প্রতি সপ্তাহে প্রদানসহ ১১ দফা দাবিতে মাঠে নামে রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ। আজ ভোর ৬টায় ক্রিসেন্ট, প্লাটিনাম, দৌলতপুর, খালিশপুর, দিঘলিয়া, আলীম, ইস্টার্ন, কার্পেটিং ও জেজেআই জুট মিলের শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে না যেয়ে মিল গেটে সমবেত হয়।
সেখানে শ্রমিকরা পৃথক পৃথক ভাবে মূল ফটকের সামনে ধর্মঘট কর্মসূচি পালন করে। এসময় শ্রমিকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। আগামীকাল বুধবার ভোর ৬টা পর্যন্ত চলবে শ্রমিকদের ২৪ ঘণ্টা এ ধর্মঘট। শ্রমিক সমাবেশে বক্তৃতা করেন রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক আ. হামিদ সরদার, যুগ্ম আহ্বায়ক মো. মুরাদ হোসেন, প্লাটিনাম মিলের সিবিএ সভাপতি শাহানা সারমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, খালিশপুর জুট মিল সিবিএ’র সাধারণ সম্পাদক ইব্রাহীম শেখসহ সিবিএ-নন সিবিএ নেতারা। সমাবেশে বক্তারা অবিলম্বে শ্রমিকদের ১১দফা বাস্তবায়নের জন্য বিজেএমসি কর্তৃপক্ষের কাছে জোর আহ্বান জানান।