মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » বিমানে অসুস্থ হয়ে দুবাইর হাসপাতালে রাজনীতির ‘রহস্যপুরুষ’
বিমানে অসুস্থ হয়ে দুবাইর হাসপাতালে রাজনীতির ‘রহস্যপুরুষ’
সিরাজুল আলম খান
পক্ষকাল সংবাদ-০
চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে দুবাইর হাসপাতালে ভর্তি রাজনীতির রহস্যপুরুষ খ্যাত সিরাজুল আলম খান। ১ ডিসেম্বর, রবিবার বিমানে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালের ইমার্জেন্সিতে নেয়া হয় এবং সেখান থেকে সিসিইউতে নেয়া হয়।
২ ডিসেম্বর, সোমবার সিরাজুল আলম খানের প্রধান জনসংযোগ কর্মকর্তা শিকদার মো. নিজাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি এখন সুস্থ আছেন, তবে বুকে কফ জমে থাকার কারণে চিকিৎসকের পরামর্শে তাকে কয়েকদিন হাসপাতালের থাকতে হবে। সিরাজুল আলম খানের কয়েকজন নিকটআত্মীয় হাসপাতালে তার সাথে দেখা করেছেন এবং খোঁজ-খবর রাখছেন। তিনি গত ৩১ জুলাই ফলোআপ চিকিৎসার জন্য নিউইয়র্ক যান।
উল্লেখ্য, সিরাজুল আলম খান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক এবং মুক্তিযুদ্ধের সময় ভারতের মাটিতে গঠিত মুজিব বাহিনীর চার প্রধান সংগঠকদের মধ্যে একজন। এছাড়াও স্বাধীনতার পূর্বে ‘নিউক্লিয়াস-বিএলএফ’র প্রতিষ্ঠাতাও তিনি।