বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর » কালীগঞ্জে দেড়শ বছরের পুরনাে সরকারি গাছ কেটে ফেলা হোল
কালীগঞ্জে দেড়শ বছরের পুরনাে সরকারি গাছ কেটে ফেলা হোল
(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে সরকারী জমি থেকে প্রায় দেড়শত বছরের পুরানাে একটি আম ও কড়ই গাছ কেটে নিয়েছে নুর মােহাম্মদ মুক্তার ও তার লােকজন বলে অভিযােগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার সকালে কালীগঞ্জ খাদ্য গুদাম সংলগ্ন পারে ৪ নম্বর ওয়ার্ড দড়িসােম এলাকায়। স্থানিয় সূত্র জানা যায়, দড়িসােম এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী জাহানারা বেগমের বড় ভাই নুর মােহাম্মদ মুক্তার তার সহযােগিদের নিয়ে সরকারি জমি থেকে প্রায় দেড়শত বছরের পুরনাে একটি আম ও কড়ই গাছ কেটে নিয়ে যায় বলে অভিযােগ রয়েছে। এ ব্যাপার স্থানিয়রা প্রশাসনকে জানানাের পর ও কােন ব্যবস্থা না নেয়ায় স্থানীয়দের মধ্যে চাপা ক্ষােভ বিরাজ করছে। এ ব্যাপার কালীগঞ্জ উপজেলার সার্ভেয়ার আব্দুল আলীম জানান, ঘটনা স্থলে গিয়ে সরকারি জমির সীমানা নির্ধারন করা হয়েছে। গাছটি সরকারি জমিতেই ছিল বলে জানান তিনি। উপজেলার ভুমি অফিসার নায়েব দীপক কুমার সাহার নিকট জানতে চাইলে তিনি সহকারী কমিশনার (ভুমি) ’র সাথে কথা বলতে বলেন। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভুমি) মাে. জুবর আলম বলেন, সরকারি জমি থেকে গাছ কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং কর্তনকৃত গাছগুলাে নিজেদের হেফাজতে রাখা হয়েছে এবং আইন অনুযায়ী গাছ কর্তনকারীদের বিরুদ্দে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, শিবলী সাদিক সাংবাদিকদের বলেন, ঘটনার খােজঁখবর নিয়ে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়াজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।