বুধবার, ১৪ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » বৃহত্তর কুমিল্লাবাসীর প্রাণের দাবি, অবিলম্বে কুমিল্লা বিভাগ চাই
বৃহত্তর কুমিল্লাবাসীর প্রাণের দাবি, অবিলম্বে কুমিল্লা বিভাগ চাই
মোঃ আবু বকর সিদ্দিক : বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ১৭৯০ সালে প্রতিষ্ঠিত, গোমতী নদীর তীরে অবস্থিত প্রাচীন ও ঐহিত্যবাহী জেলার নাম কুমিল্লা। কিন্তু বর্তমানে দেশের অন্য অনেক জেলার তুলনায় উন্নয়নের দিক থেকে এ জেলাটি পিছিয়ে রয়েছে। অথচ এ জেলায় জন্মেছেন মহীয়সী নারী নবাব ফয়জুনেচ্ছাসহ আরো অনেক ব্যক্তিত্ব, যাঁরা সবাই নিজ নিজ কর্মে কীর্তিমান। বৃহত্তর কুমিল্লাবাসীর প্রাণের দাবি, অবিলম্বে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হোক। কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও উপস্থাপিত অন্য একটি নতুন জেলার সমন্বয়ে কুমিল্লা বিভাগ গঠন করা হলে এ বিভাগের আয়তন হবে ১৩,৩০২ বর্গ কিলোমিটার, যা আয়তনে বর্তমান সিলেট, বরিশাল ও রংপুর বিভাগের চেয়েও বড় হবে। সাত জেলা নিয়ে কুমিল্লা বিভাগ গঠিত হলে এখানকার জনসংখ্যা হবে প্রায় দুই কোটি, যা সিলেট, বরিশাল ও রংপুর বিভাগের জনসংখ্যার প্রায় দ্বিগুণ। এমতাবস্থায় জনসেবার জন্য প্রশাসন এবং জনমুখী প্রশাসন গড়ে তুলতে ঢাকা থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত সুপ্রাচীন জেলা কুমিল্লাকে উল্লিখিত সাতটি জেলা নিয়ে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করে কুমিল্লার সর্বস্তরের জনসাধারন।যেসব কারণে কুমিল্লা একটি বিভাগের মর্যাদা পাওয়ার দাবী রাখে। কুমিল্লাতে রয়েছে ১।একটি সিটি কর্পোরেশন, ২। একটি বিশ্ববিদ্যালয়, ৩। একটি পূর্ণাঙ্গ শিক্ষাবোর্ড, ৪। একটি বিমানবন্দর, ৫। দেশের ২য় বৃহত্তম ক্যান্টনমেন্ট, ৬। একটি স্টেডিয়াম, ৭। ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এবং পর্যটনের স্থান, ৮। একটি ক্যাডেট কলেজ, ৯। একটি EPZ তাই কুমিল্লাকে বিভাগ করা প্রয়োজন।