ঢাকা প্লাটুনের প্রথম জয়
পক্ষকাল সংবাদ-
কুমিল্লা টস জিতে ব্যাট করতে দেয় ঢাকা প্লাটুনসকে। ঢাকা ব্যাট করতে নেমে প্রথম দিকে তেমন সুবিধা করতে পারে না বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল । তাকে সাজঘরে পাঠানো আগেই নিজেকে ঘুচিয়ে নেয়। তামিম ইকবাল ৫৩ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস তৈরি করে। যার কারণে ঢাকা বিশাল বড় টার্গেটে পৌছেঁ যায়। ঢাকার তামিম ছাড়া অন্য কেউ তেরকম রান করতে পারে না। শেষ দিকে থিসেরা পেররার হিটে আরো রানের পাহাড় করে ফেলে ঢাকা। পেরেরা মাত্র ১৭ বলে ৪২ রানের ঝড়ো খেলেন। কুমিল্লাকে ১৮০ রানের টার্গেট বেধে দেয় ঢাকা।
কুুমিল্লা ব্যাট করতে নেমে ওপেনার রাজাপক্ষের দুদার্ন্ত ব্যাটে কুমিল্লা জয়ের দিকে এগিয়ে যায়। মাশরাফির দুদার্ন্ত বলে রাজাপক্ষ শিকার হন। রাজাপক্ষ ১২ বলে ২৯ রানে সাজঘরে ফিরে যায়। তারপর সৌম্য সরকার এসে দলের হাল ধরেন। সৌম্য সরকার ও দলীয় ৮৬ রানে আউট হয়ে যায়। সাব্বির রহমান আসলে মাত্র ৪ রানে ফিরে যায়। তবে শেষ পযর্ন্ত দলকে জয় এনে দিতে পারেনা কেউ। তবে শেষ মুহুর্তে অঙ্কন ২৭ বলে ৩৭ রান করলেও দলকে জেতাতে পারে নি।
সংক্ষিপ্ত স্কোর ঢাকা : ১৮০/৭
কুমিল্লা : ১৬০/৯