তীব্র গরমে পুড়ছে অস্ট্রেলিয়া
পক্ষকাল ডেস্ক-
শীতে কাঁপছে বাংলাদেশ। অথচ গরমে পুড়ছে অস্ট্রেলিয়া। আবহাওয়াবিদরা বলছেন, সামনের সপ্তাহে অস্ট্রেলিয়ায় তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড হতে পারে। স্থানীয় ব্যুরো অব মেট্রোলজির (বিওএম) বরাত বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার থেকে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছড়িয়ে যেতে পারে। আর রোববার নাগাদ তা দাঁড়াতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াসে। এরফলে দাবানলের আশঙ্কা করা হচ্ছে। এ জন্য ইতোমধ্যে কয়েকটি অঞ্চলে ফায়ার ওয়েদারের সতর্কতাও জারি করা হয়েছে।
দেশটির আবহাওয়া ব্যুরোর (বিওএম) এক পূর্বাভাস বলা হয়েছে, অস্ট্রেলিয়ার পশ্চিম দিকে তীব্র মাত্রার লু হাওয়া বইয়ে যাওয়ার কারণে আগামী সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এছাড়া পশ্চিম অস্ট্রেলিয়া এবং কুইন্সল্যান্ডের কিছু অংশে ফায়ার ওয়েদারের আশঙ্কা রয়েছে। এছাড়া পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে আসছে সপ্তাহে সবচেয়ে বেশি তাপমাত্রা থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
দেশটিতে এখন পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ডটি ১৯৬০ সালের। সে বছরের ২ জানুয়ারি দক্ষিণ অস্ট্রেলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৫০.৭ ডিগ্রি সেলসিয়াস।