মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » » দেশ ইজারা দেওয়ার চক্রান্ত করছেন খালেদা জিয়া : তথ্যমন্ত্রী
দেশ ইজারা দেওয়ার চক্রান্ত করছেন খালেদা জিয়া : তথ্যমন্ত্রী
পক্ষকাল প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্র ও ধর্মের ওড়না পরে জঙ্গি ও রাজাকারের হাতে দেশকে ইজারা দেওয়ার চক্রান্ত করছেন, এমন অভিযোগ করে তা রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) প্রয়াত নেতা আব্দুর রাজ্জাক স্মরণসভায় এ কথা বলেন তিনি।
ইনু আরো অভিযোগ করেন, খালেদা জিয়া বৈধকে অবৈধ। নাশকতাকে আন্দোলন। আর জঙ্গিকে ধর্মপ্রাণ বলার অপচেষ্টায় লিপ্ত। তার জঙ্গি-রাজাকার সরকার গঠনের চক্রান্তের বিরুদ্ধে, আমরা সংবিধান ও গণতন্ত্র রক্ষার চ্যালেঞ্জ মোকাবিলা করছি। এখন সিদ্ধান্ত নিতে হবে, গণতন্ত্রে জঙ্গি-রাজাকার থাকবে কিনা!
জঙ্গি-রাজাকারের সমর্থক ও প্রশ্রয়দাতা খালেদা জিয়ার সঙ্গে তাই নির্বাচন বা গণতন্ত্র নিয়ে কোনো আলোচনা নয় বলেও সাফ জানিয়ে দেন তিনি।
এ সময় তথ্যমন্ত্রী আব্দুর রাজ্জাককে জাতীয় ব্যক্তিত্ব, উন্নয়নের অগ্রনায়ক ও মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক ঐক্যের একজন প্রধান স্থপতি হিসেবে বর্ণনা করেন।
তিনি বলেন, রাজাকার-যুদ্ধাপরাধীদের বিচার দাবির একজন পুরোধা ব্যক্তি হিসেবে আব্দুর রাজ্জাক তার জীবদ্দশায় বিচারকার্য শুরু হতে দেখে গেছেন। দেশের গণতন্ত্রকে সুসংহত করার মধ্য দিয়েই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন সম্ভব।
অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আরো বক্তব্য দেন, বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, সংসদ সদস্যদের মধ্যে সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুর রাজ্জাকের ছেলে ফাহিম রাজ্জাক এবং বিশিষ্ট নেতা নূরে আলম সিদ্দিকী, আ স ম আব্দুর রব, মোজাফফর হোসেন পল্টু, মুজাহিদুল ইসলাম সেলিম, মোজাম্মেল বাবু, কাজী মোহাম্মদ সিরাজ প্রমুখ।
দৈনিক পক্ষকাল/ইএইচএম