মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » বাস খাদে পড়ে ইন্দোনেশিয়ায় ২৪ জনের প্রাণহানি
বাস খাদে পড়ে ইন্দোনেশিয়ায় ২৪ জনের প্রাণহানি
পক্ষকাল ডেস্ক-
ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১৩ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি। গতকাল ২৩ ডিসেম্বর, সোমবার স্থানীয় সময় মধ্যরাতে দক্ষিণ সুমাত্রার পাগার আলম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তা ডলি গুমারা এএফপিকে বলেন, ‘দক্ষিণ সুমাত্রার পাগার আলম এলাকায় অবস্থিত একটি নদীতে প্রায় ৫০০ ফুট গভীরে বাসটি পড়ে যায়।’
তিনি বলেন, ‘রাস্তার পাশের কংক্রিটের ব্যারিকেড ভেঙ্গে বাসটি খাদে পড়েছে এবং এখনো ভেতরে বেশ কিছু যাত্রী রয়েছেন।’ বর্তমানে তাদের উদ্ধারের প্রচেষ্টা চলছে। তবে নদীটির ভৌগোলিক অবস্থানের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধার কর্মীরা।
ব্যাংকুলু থেকে ২৭ জন যাত্রী নিয়ে বাসটি রওয়ানা হয় বলে জানা গেলেও উদ্ধারকৃতদের কারো কারো দাবি, বাসে প্রায় ৫০ জনের মতো যাত্রী ছিল।
এ প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা গুমারা বলেন, ‘পথে সম্ভবত আরো যাত্রী উঠেছিল, যারা বাসটি নদীতে পড়ার নিখোঁজ বলে আমার ধারণা।’
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে পশ্চিম জাভার সুকাবুমি এলাকায় একটি বাস খাদে পড়ে ২১ জন নিহত হন।