বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » আবারও পাল্টাচ্ছে বিসিএসের সিলেবাস, মুক্তিযুদ্ধের ওপর থাকবে ১০০ নম্বর
আবারও পাল্টাচ্ছে বিসিএসের সিলেবাস, মুক্তিযুদ্ধের ওপর থাকবে ১০০ নম্বর
পক্ষকাল সংবাদ-
তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে আরো সুস্পষ্ট ধারণা দিতে সামনের বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধের ওপর ১০০ নম্বর রাখা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে আগামী প্রজন্মকে ধারণা দিতে আগামী বিসিএস পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে প্রশ্নপত্র তৈরি করা হবে। এর মধ্যে ৫০ নম্বর নির্ধারিত থাকবে ১৯৭১ সালে সংঘটিত নয় মাসের মুক্তিযুদ্ধভিত্তিক।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে জেলার ১১টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্রেক্স ভবন উদ্বোধন ও মুক্তোযোদ্ধাদের সঙ্গে মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সদর উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরো বলেন, রাজাকারের তালিকা তৈরি করা হবে। মুক্তিযোদ্ধাদের নাম রাজাকারের তালিকায় আসা অসম্মানজনক। এজন্য দুঃখপ্রকাশ করছি আমি। আগামীতে মুক্তিযোদ্ধাদের নিয়ে রাজাকারের তালিকা তৈরি করা হবে। নওগাঁর ১১টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ফলক উন্মোচন করেন মন্ত্রী।