শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ৭৩
সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ৭৩
পক্ষকাল ডেস্ক-
সোমালিয়ার রাজধানী মোগাদিশুর দক্ষিণ-পশ্চিম অঞ্চলে গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৭৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৫০ জন। দেশটির স্থানীয় সময় শনিবার সকালে গাড়িবোমার এ বিস্ফোরণটি হয়।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে স্কাই নিউজ এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, মোগাদিশুর দক্ষিণ-পশ্চিম অঞ্চলে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি কেন্দ্রে গাড়িবোমা হামলার ঘটনাটি ঘটে। মোগাদিশুর আমিন অ্যাম্বুলেন্স কোম্পানি জানিয়েছে, হামলার পর অন্তত ৭৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্তত ৫১ জন আহত মানুষকে উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলা জানান তারা।
আহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী বলে জানিয়েছেন মোগাদিশুর মেয়র ওমর মাহমুদ। হামলার বিস্তারিত ও হতাহতের সংখ্যা নিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি। তবে দেশটিতে এর আগেও মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আল কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাব হামলা চালায়। তাই আল-শাবাবকে সন্দেহ করছেন অনেকেই। হামলার বিস্তারিত ও হতাহতের সংখ্যা নিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি।