বিয়ের পর আবার বিতর্কের মুখে সৃজিত
পক্ষকাল সংবাদ-
কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি আবারও জড়ালেন নতুন বিতর্কে। এইতো গেল কয়েকদিন আগেই শ্বশুর বাড়িতে বেড়াতে এসে গরুর গোস্ত খাওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এবার জড়ালেন শুটিং ঝামেলায়। সিনেমার শুটিং করতে গিয়ে আইন না মানার অভিযোগ এসেছে সৃজিতের ওপর। এমনকি আইন লঙ্ঘনের অপরাধে তার শুটিং টিমকে জরিমানাও গুনতে হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফেলুদা ওয়েব সিরিজের শুটিং চলাকালে তাকে এই জরিমানা করা হয়।
জানা গেছে, একাধিক অভয়ারণ্য এবং সেনা ছাউনি থাকার কারণে উত্তরবঙ্গ একটা স্পর্শকাতর জায়গা। ওই এলাকার পানঝোড়া বস্তি সংলগ্ন জঙ্গলের পাশেই মূর্তি নদী। নদীর পাশেই ড্রোন উড়িয়ে নেয়া হচ্ছিল বিভিন্ন শট। সেই সময়েই বনবিভাগের দুই কর্মী ফেলুদা টিমকে বাধা দেন। তাদের অভিযোগ, শুটিংয়ের ওই দলটির কাছে ড্রোন ওড়ানোর কোনো অনুমতি ছিল না। পরে ফেলুদা টিমকে জরিমানা করা হয়। এ ঘটনায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বলেন, ‘গতকাল যা হলো তা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের যিনি স্থানীয় কো-অর্ডিনেটর, যিনি এসবের পারমিশন করান, তিনি বলেছিলেন, মূর্তি নদীর ওপারে জঙ্গল। তাই ওপারে ড্রোন ওড়ানো নিষেধ। তাই আমরা মূর্তির এপারে ড্রোন ওড়াচ্ছিলাম। পরে বনবিভাগের কর্মীদের অনুরোধে তৎক্ষণাৎ ড্রোন নামিয়ে নেয়া হয়। যদিও তখন আমাদের অনেক শটই বাকি ছিল।’ শেষ পর্যন্ত সৃজিতকে জরিমানা গুনতেই হয়েছে। বিষয়টি মিটমাট হবার পর আবার শুটিং চলছে।