সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
পক্ষকাল সংবাদ-
উত্তরের জেলা পঞ্চগড়ে দ্বিতীয় দিনের মত বয়ে চলেছে তীব্র শৈত্যপ্রবাহ। রোববারের তুলনায় সোমবার তাপমাত্রা কিছুটা বাড়লেও এদিনও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
সোমবার সকালে সর্বনিম্ন ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর আগে রোববার সেখানে সর্বনিম্ন ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
রোববার বিকেলের পর থেকে কুয়াশার চাদরে ঢাকা ছিল পঞ্চগড়ের অনেক এলাকা। সোমবার সকাল ৮টার পর থেকে ঝলমলে রোদে কিছুটা স্বস্তি পেয়েছেন স্থানীয়রা। উত্তরের হিমেল বাতাসের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন খেটে খাওয়া মানুষ। তাদের দৈনন্দিন আয় কমে গেছে। কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, রিকশাভ্যান চালকসহ দিনমজুর শ্রেণির মানুষ পরিবার নিয়ে কষ্টে দিনযাপন করছেন।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, সোমবার সকালে তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখনও তেঁতুলিয়া এবং আশপাশের এলাকায় তীব্র শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।