সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | তথ্য-প্রযুক্তি | ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » সুনামগঞ্জে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সুনামগঞ্জে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পক্ষকাল সংবাদ-
সুনামগঞ্জে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে। এ লক্ষ্যে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৩০ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় এ আইনের অনুমোদন দেয়া হয়। পরে দুপুরে সচিবালয়ে ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, বৈঠকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯’, এর খসড়ার নীতিগত অনুমোদন এবং ‘সামুদ্রিক মৎস্য আইন, ২০১৯’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সচিব বলেন, মন্ত্রিসভার বৈঠকে ‘সামুদ্রিক মৎস্য আইন, ২০১৯’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। বিদেশী মৎস্য নৌযান বিধান লঙ্গন করলে সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। বৈঠকে ‘বাংলাদেশ এনার্জি রেগুলটরী কমিশন (সংশোধন) আইন, ২০১৯’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয় বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।