বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ২০ জানুয়ারি প্রকাশ হবে হালনাগাদ ভোটার তালিকার খসড়া
২০ জানুয়ারি প্রকাশ হবে হালনাগাদ ভোটার তালিকার খসড়া
পক্ষকাল সংবাদ-
নতুন বছরের শুরুর দিকেই প্রকাশিত হবে গত বছর হালনাগাদ হওয়া ভোটার তালিকার খসড়া কপি। আগামী ২০ জানুয়ারি, সোমবার খসড়া প্রকাশের জন্য প্রাথমিকভাবে দিন ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এ বিষয়ে নির্দেশনা দিয়ে ইতোমধ্যে মাঠপর্যায়ে চিঠিও পাঠিয়েছে ইসি। গতকাল ১ জানুয়ারি, বুধবার ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত চিঠিতে এমন নির্দেশনা দেয়া হয়েছে।
ওই চিঠিতে ভোটার তালিকার খসড়া সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচন অফিস, সংশ্লিষ্ট থানা, উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ওয়ার্ড অফিস, ক্যান্টনমেন্ট বোর্ড অথবা গুরুত্বপূর্ণ দর্শনীয় যে কোনো স্থানসহ সংশোধনকারী কর্তৃপক্ষের (রিভাইজিং অথোরিটি) কার্যালয়ে উন্মুক্ত রাখতে বলা হয়েছে।
এতদিন ভোটার তালিকা হালনাগাদের পর প্রতি বছরের ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করা হতো। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতো ৩১ জানুয়ারি।
বিষয়টি নিয়ে কিছুদিন আগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানিয়েছিলেন, ভোটার তালিকা প্রকাশের বিদ্যমান আইনটি সংশোধন করে এখন থেকে ১ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশের পরিকল্পনা করছে কমিশন।
২০১৯ সালের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে দেশের ৯৫ লাখের বেশি নাগরিকের নিবন্ধন সম্পন্ন হয়েছে বলেও তখন জানিয়েছিলেন তিনি।
গত বছরের এপ্রিল মাসে সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। এরপর নভেম্বর মাসে ১৫ থেকে ১৮ বছর বয়সী (২০০১ থেকে ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম) এসব নাগরিকের ছবি ও চোখের আইরিশসহ দশ আঙুলের ছাপের নিবন্ধন কাজ শেষ হয়। ২০২০ থেকে ২০২২ সালে তাদের বয়স ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে এদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে।
ইসি সূত্রে জানা গেছে, এবার ভোটার তালিকা হালনাগাদে ৯৫ লাখ ৯৭ হাজার ৯৫৩ জন নাগরিক নিবন্ধন সম্পন্ন করেছেন। আর মৃত ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে; যারা ভোটার তালিকা থেকে বাদ যাবে। এছাড়া হালনাগাদে ঠিকানা স্থানান্তরের জন্য আবেদন করেছেন ৪ লাখ ১১ হাজারের বেশি নাগরিক।
আর বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশের মোট ভোটার সংখ্যা ছিল ১০ কোটি ৪২ লাখের মতো। বর্তমানে এসব ভোটারের সঙ্গে নতুনদের যুক্ত ও মৃতদের বাদ দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের সময় অন্তত সোয়া ১১ কোটি ভোটার থাকবে।