বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ঢাকা উত্তর সিটি নির্বাচনে আতিক-তাবিথ বৈধ, জাপা’র প্রার্থিতা বাতিল
ঢাকা উত্তর সিটি নির্বাচনে আতিক-তাবিথ বৈধ, জাপা’র প্রার্থিতা বাতিল
পক্ষকাল সংবাদ-
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থীর মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর অবৈধ ঘোষণা করা হয়েছে জাতীয় পার্টির মেয়র প্রার্থীর মনোনয়নপত্র।
আজ ২ জানুয়ারি, বৃহস্পতিবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম এ ঘোষণা দেন।
তিনি জানান, আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ও বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে জাতীয় পার্টির প্রার্থী জিএম কামরুল ইসলামের প্রার্থিতা।
আতিকুল ইসলাম ও তাবিথ আউয়াল ছাড়াও বাকি ৪ মেয়রপ্রার্থীর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে বলেও জানান রিটার্নিং কর্মকর্তা।
আজ সকালে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়। রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় সরকার ইনস্টিটিউট অডিটরিয়ামে প্রথমে উত্তর সিটির মেয়র পদে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু করেন রিটার্নিং কর্মকর্তা। পরে শুরু হয় কাউন্সিলর প্রার্থীদের যাচাই-বাছাই।
একই সময়ে রাজধানীর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে শুরু হয় ঢাকা দক্ষিণ সিটির প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়নপত্র জমার শেষ দিন ছিলো ৩১ ডিসেম্বর, মঙ্গলবার। সেদিন পর্যন্ত মনোনয়নপত্র জমা দেন মোট ৪৬৩ জন প্রার্থী। এদের মধ্যে মেয়র পদে ৭ জন, ৫৪টি সাধারণ কাউন্সিলর পদে ৩৭৪ জন এবং ১৮টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৯ জন তাদের মনোনয়নপত্র জমা দেন।
আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।