শনিবার, ৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বিনোদন | ব্রেকিং নিউজ » দেড় হাজার গার্মেন্টস কর্মী নিয়ে মালিক কন্যার গায়েহলুদ
দেড় হাজার গার্মেন্টস কর্মী নিয়ে মালিক কন্যার গায়েহলুদ
পক্ষকাল সংবাদ-
হলুদ বাটো, মেন্দি বাটো এবং লীলাবালি লীলাবালি, সাজাইবো তোরে, গানের তালে তালে নাচলেন প্রায় দেড় হাজার গার্মেন্টস কর্মী।
ইন্ডিপেন্ডেন্ট গার্মেন্টস কারখানার ছাদ তখন কানায় কানায় ভর্তি। সবার পড়নে হলুদ শাড়ি-পাঞ্জাবি।
চারদিকে হলুদ-লাল রঙের ফুলের বাহার। উপলক্ষ্য গার্মেন্টস মালিক কন্যার গায়ে হলুদ।
কিন্তু পরিবেশটা এমন, মালিক কন্যা নয় যেন তাদেরই বান্ধবীর বিয়ে হচ্ছে।
শুক্রবার দিনব্যাপী ভিন্ন আবহে-আমোদে আলোচিত এই গায়েহলুদ হয়েছে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানার ইন্ডিপেন্ডেন্ট গার্মেন্টস কারখানার ছাদে।
মালিক এস এম আবু তৈয়ব নিজ কন্যা সাইকা তাফাননুম প্রীতির বিয়ে হলুদের আয়োজন করেন নিজের কারখানার শ্রমিক-কর্মচারীদের সঙ্গে নিয়েই। দেড় হাজার গার্মেন্টস শ্রমিক এই অনুষ্ঠানে পড়েছেন তার দেয়া হলুদ শাড়ি-পাঞ্জাবি।
অনুষ্ঠানে গার্মেন্টস শ্রমিকরা মালিকের দেয়া শাড়ি- পাঞ্জাবি পড়ে নেচেছেন, গেয়েছেন, খেয়েছেন, আনন্দ করেছেন। তবে মালিক কন্যাকে শ্রমিকরাও নিরাশ করেননি। সবাই মিলে যে যার সাধ্যমত চাঁদা দিয়ে মালিক কন্যার জন্য উপহার দিয়েছেন। এই বিয়ের মেহেদী অনুষ্ঠান চট্টগ্রামসহ সারা দেশে আলোড়িত হয়েছে।
বিয়ের পাত্রী প্রীতির বাবা শিল্পপতি এস এম আবু তৈয়ব বলেন, ‘আমার কন্যার গায়েহলুদের অনুষ্ঠান হয়েছে আমারই কারখানার শ্রমিক কর্মচারীদের নিয়ে। যে শ্রমিকরা আমার রুটি রুজির ব্যবস্থা করে। আমি যাদের রুটি রুজির ব্যবস্থা করি। আমরা মালিক শ্রমিক একে অপরের পরিপূরক। তাই তাদের ছাড়া কন্যার বিয়ের অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যাবে। শ্রমিকরাই ছিল গায়েহলুদের অনুষ্ঠানের প্রধান অতিথি। তারা নিজেরাই আনন্দ উদযাপন করে গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন করেছে অত্যন্ত জাঁকজমকভাবে।’
গায়েহলুদে যোগ দেয়া গার্মেন্টস শ্রমিক আনোয়ারা হোসেন , ‘মালিক কন্যার গায়েহলুদে শ্রমিকরা যে পোশাক পড়েছে, আমাদের মালিক এস এম আবু তৈয়ব ও ওনার পুত্রও একই পোশাক পড়েছেন। এটাই ছিল এই বিয়ের বড় সৌন্দর্য্য। এখানে মালিক শ্রমিক কোন পার্থক্য করা হয়নি। সবাই একত্রিত হয়ে মজা করেছি। একটি গায়েহলুদের অনুষ্ঠান এতোটা বর্ণাঢ্য আর বর্ণিল আনন্দঘন হয় তা অবিশ্বাস্য।’
এদিকে এই বিয়ে ও গায়ে হলুদ উপলক্ষ্যে নাসিরাবাদ শিল্প এলাকায় অবস্থিত ইন্ডিপেন্ডেন্ট গার্মেন্টস কারখানার সব শাখায় ছুটি ঘোষণা করা হয়েছিল। ছাদের ওপর মঞ্চ করে আয়োজন করা হয় মালিক কন্যার গায়েহলুদের অনুষ্ঠান। ছাদ জুড়ে ছিলেন শত শত নারী। সবই গার্মেন্টস কন্যা। মালিক আবু তৈয়বের স্ত্রী উলফাতুন্নেছা পুতুলও পড়েছিলেন একই শাড়ি।
উল্লেখ্য, ইন্ডিপেন্ডেট গার্মেন্টসএর মালিক এস এম আবু তৈয়বের একমাত্র কন্যা প্রীতির সঙ্গে বিয়ে হচ্ছে ঢাকার বারিধারার আসলাম মোল্লা ও রুবিনা মোল্লার পুত্র শফিউল ইসলাম মোল্লার (নিলয়)।
আগামীকাল রোববার চট্টগ্রাম মহানগরীর নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের শিল্পপতি, সাবেক বিজিএমইএ নেতা এস এম আবু তৈয়বের কন্যা প্রীতির বিয়ে অনুষ্ঠান।