আজ ১৭ জেলায় হরতাল
পক্ষকাল প্রতিবেদকঃরাজশাহী বিভাগের আট জেলা, বরিশাল বিভাগের ছয় জেলা, গাইবান্ধা, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রামের মিরসরাই ও যশোরের বাঘারপাড়া উপজেলায় রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি, এর অঙ্গ সংগঠন ও ২০ দলীয় জোট। এছাড়া খুলনার কয়রা, পাইকগাছা ও দাকোপ উপজেলায় হরতাল ডেকেছে ছাত্রশিবির।রাজশাহী বিভাগে হরতাল চলবে ৩৬ ঘণ্টা। রাজবাড়ীতে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সোমবার ও মঙ্গলবার হরতাল ডাকা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে বৃহস্পতিবার গভীর রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা মতিউর রহমান নিহতের ঘটনাসহ নেতাকর্মীদের নামে মামলা, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহী বিভাগের আট জেলায় রোববার সকাল ৬টা থেকে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।
বিএনপি চেয়ারপারসনকে ‘অবরুদ্ধ’ ও ভারপ্রাপ্ত মহাসচিবসহ ২০ দলের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বরিশাল বিভাগের ছয় জেলায় রোববার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। এই ছয় জেলাসমূহ হলো: বরিশাল মহানগর, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা ও পটুয়াখালী।
গাইবান্ধায় রোববার হরতাল ডেকেছে স্থানীয় ২০ দলীয় জোট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে হরতাল ডাকা হয়েছে বলে জেলা বিএনপি সভাপতি ও ২০ দলীয় জোটের সমন্বয়ক আনিসুজ্জামান খান বাবু জানিয়েছেন।
দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহানের মুক্তি, নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও ছাত্রদল কর্মী মোরশেদ আলম পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার নোয়াখালীতে হরতাল ডেকেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার দলীয় নেতাকর্মী, পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রোববার কুমিল্লা জেলায় হরতাল ডেকেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও ২০ দলীয় জোট। দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
ছাত্র শিবিরের খুলনা দক্ষিণ জেলা শাখার সভাপতি মুহাম্মদ আয়ুব আলীসহ তিন জনকে শুক্রবার রাতে গ্রেফতারের প্রতিবাদে রোববার কয়রা, পাইকগাছা ও দাকোপ উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে শিবির।
এছাড়া যশোরের বাঘারপাড়া উপজেলায় রোববার হরতাল ডেকেছে স্থানীয় যুবদল ও ছাত্রদল।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরী ও মিরসরাই উপজেলা চেয়ারম্যান নুরুল আমিনসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মিরসরাইয়ে রোববার হরতাল ডেকেছে উপজেলা যুবদল ও ছাত্রদল।