আবারও ইরাকে রকেট হামলা
পক্ষকাল ডেস্ক সংবাদ-
আবারও ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে রকেট হামলা চালানো হয়েছে। ছয়টি কাতিউশা মডেলের রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। ইরাকি সেনা বাহিনী জানিয়েছে, এর মধ্যে তিনটি রাজধানীর গ্রিন জোনের সরকারি ভবন ও বিদেশি মিশনে আঘাত হেনেছে। বাকি তিনটি রকেট কাছাকাছি জাদরিয়া এলাকায় আঘাত হেনেছে বলে রোববার (৫ জানুয়ারি) সামরিক বাহিনীর এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এসব হামলায় ছয়জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোলেইমানিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে বাগদাদে মার্কিন দূতকে তলবের কয়েক ঘণ্টা পরেই মার্কিন দূতাবাসের কাছে দুটি রকেট হামলা চালানো হয়। রোববার দ্বিতীয়বারের মতো গ্রিন জোনে হামলা চালানো হলো এবং গত দু’মাসে এ নিয়ে ১৪ বার ওই এলাকায় হামলা চালানো হয়েছে। এর আগে গত শনিবার বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে দুটি মর্টারের গোলা আঘাত হানে। গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের এক হামলায় ইরানের কুদস বাহিনীর ক্ষমতাধর জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়। তারপর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।