সোমবার, ৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » ধর্ষণবিরোধী স্লোগানে উত্তাল ঢাবি
ধর্ষণবিরোধী স্লোগানে উত্তাল ঢাবি
পক্ষকাল সংবাদ-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী ধর্ষণের ঘটনায় আজ ৬ জানুয়রি, সোমবার সকাল থেকেই উত্তাল ক্যম্পাসে। স্লোগানে-মিছিলে এ ঘটনার প্রতিবাদ করছে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা।
রাজু ভাস্কর্যের সামনে বেলা ১১ টা থেকে ছাত্রলীগের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীসহ বিভিন্ন হলের কয়েকশ শিক্ষার্থী মিছিল ও মানববন্ধন করছে। এ সময় ক্ষুব্ধ নেতাকর্মীরা এ ঘটনায় দোষী ব্যাক্তিদের কঠোর শাস্তি দাবি করেন।
এ সময় তাদের হাতে ‘ধর্ষণ করতে বর্জন, ঢাবি করো গর্জন’, ‘স্বাধীন দেশে আর কত?’, ‘আমি বাংলাদেশ, আমি লজ্জিত’, ‘বাঙালি অভিধানে আর থাকবে না ধর্ষণ’সহ বিভিন্ন প্রতিবাদী লেখা সম্বলিত ব্যানার-প্ল্যাকার্ড দেখা যায়।
ছাত্রলীগ ছাড়াও এ ঘটনার বিচার দাবিতে মিছিল প্রতিবাদে সরব ছিল ছাত্রদল, বাম ছাত্রসংগঠনগুলোসহ টিএসসিভিত্তিক বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো।
উল্লেখ্য, গতকাল ৫ জানুয়ারি, রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশে রাজধানীর কুর্মিটোলা এলাকায় বিশ্ববিদ্যালয় বাস থেকে নামার পর ধর্ষণের শিকার হন দ্বিতীয় বর্ষে পড়ুয়া ঢাবির ওই ছাত্রী।
জানা যায়, বাস থেকে কুর্মিটোলা এলাকায় নামার পর অজ্ঞাতপরিচয় কয়েকজন তার মুখ চেপে ধরে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তাঁকে ধর্ষণ করা হয়।
রাত ১০টার দিকে চেতনা ফেরার পর তিনি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বান্ধবীর বাসায় যান। বান্ধবীকে ঘটনা জানান। এরপর সহপাঠীরা তাকে ক্যাম্পাসে নিয়ে আসেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।