সোমবার, ৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » নিকলী উপজেলা ছাত্রলীগের বির্তকিত সভাপতি ইমরুল হাসানের বিরুদ্ধে ধর্ষনের মামলা
নিকলী উপজেলা ছাত্রলীগের বির্তকিত সভাপতি ইমরুল হাসানের বিরুদ্ধে ধর্ষনের মামলা
পক্ষকাল সংবাদ -রবিবার বার নিকলী উপজেলা ছাত্রলীগের বির্তকিত সভাপতি ইমরুল হাসান (৩২) ও আপন বড় ভাই নিকলি উপজেলা ছাত্রদলের সহ সভাপতি জহিরের (৩৫) বিরুদ্ধে রেশমা পিতা স্বামী আলম মিয়া গারম গ্রাম কুর্শা থানা নিকলি কিশোরগঞ্জ বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে মামলা দায়ের করেন,মামলা নং ৮৯৩/ ৫০৫/০১/২০২০ মামলার আসামী- ১ নং আসামি জহির ও ২নং আসামী ইমরুল হাসান জোর পুর্বক ১৫/১২/২০১৯ রবিবার আনুমানিক রাত ১১ টার সময় বাদীনির বসত ঘরে অনাধীকারভাবে প্রবেশ করে আসামীরা তাকে ধর্ষন করে। ঘটনার পরবর্ত্তি সময়ে রেশ্মা নিকলী থানায় মামলা করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা না নিয়ে উলটো বাদিণির স্বামীকে ডাকাতির মামলায় গ্রেপ্তার করে ।
পরবর্ত্তিতে বাদীণি নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে কিশোরগঞ্জ এ মামলা দায়ের করেন ।জামাত বিএনপি অনুপ্রবেশকারী৷ ইমরুল হাসানের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। গত অক্টোবর মাসের ৫ তারিখে নিকলী উপজেলা ছাত্রলীগের সম্মেলনের বাহানা করে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ অমান্য করে এলাকায় আধিপত্য বিস্তার করার উদ্দশ্যে উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি তুলিফের অনুসারী ধর্ষনকারী ইমরুল হাসানকে সভাপতি ঘোষণা করা হয় ।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী বলছেন নিকলী উপজেলায় কোন কমিটি ঘোষণা করা হয়নি,এবং ধর্ষনের ঘটনার সাথে নিকলী উপজেলা ছাত্রলীগের কোন সম্পর্ক নাই।