রবিবার, ১৮ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » রাজনীতি » সংসদ এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রল বোমা : ইডেনের ৩ ছাত্রী দগ্ধ
সংসদ এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রল বোমা : ইডেনের ৩ ছাত্রী দগ্ধ
পক্ষকাল প্রতিবেদক: জাতীয় সংসদ ভবনের পাশে মনিপুরীপাড়া এলাকায় বিকল্প পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তের ছোড়া পেট্রল বোমায় গুরুতর দগ্ধ হয়েছে ইডেন কলেজের দুই ছাত্রী। এ সময় প্রাণ রক্ষার্থে তাদের আরেক বান্ধবী গাড়ি থেকে লাফ দিতে গিয়ে আগুনের ঝাপটায় দগ্ধ হয় এবং মাটিতে পড়ে গুরুতর আহত হয়। তারা হলেন- সাথী আক্তার (১৯), শারমিন আক্তার জুঁথি (২১) ও মাইমুনা আক্তার (২০)। তারা তিনজনই ইডেন কলেজের ইসলামের ইতিহাসের প্রথম বর্ষের ছাত্রী।
রোববার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।